bangla-banner.gif

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সশস্ত্র বাহিনী দেশটির রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর যে নিষ্ঠুর অভিযান শুরু করে তা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে গণ্য হয়েছে।

ওই অভিযানে হাজারো মানুষকে হত্যা করা হয়, প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন, যারা বর্তমানে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের ঘিঞ্জি শরণার্থী শিবিরে বসবাস করছেন।

পাঁচ বছর পর, দেশে প্রত্যাবাসনের ক্ষীণ আশা নিয়ে থাকা রোহিঙ্গারা তাঁদের ফেলে আসা বাড়িঘর ও জীবনযাত্রার আবেগময় বর্ণনা দিয়েছেন। দীর্ঘকাল ধরে রোহিঙ্গারা নাগরিক অধিকার বঞ্চিত কোণঠাসা জনগোষ্ঠী হিসেবে মিয়ানমারে বসবাস করলেও তাঁদের স্মৃতিকথায় উঠে এসেছে দেশে তাঁদের সচ্ছলতা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, গেরস্থালী ও সামাজিক পরিবেশের বিভিন্ন বিষয়। রোহিঙ্গাদের স্মৃতিকথাগুলো এখানে অলংকরণ, অ্যানিমেশন ও সংগীত সংযোজন করে তুলে ধরা হলো।