বাংলাদেশে রোজা শুক্রবার থেকে শুরু

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2015.06.17
BD-Ramadan বাংলাদেশে মুসলমানদের ঘরে ঘরে চলছে রমজানের প্রস্তুতি। ১৭ জুন,২০১৫
বেনার নিউজ

দেশের কোথাও বুধবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা। পবিত্র এই মাসে বাংলাদেশের মুসলমানদের জীবনধারায় ব্যাপক পরিবতর্ন আসে।

১৮ জুন বৃহস্পতিবার আরবী শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ১৯ জুন শুক্রবার থেকে ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমযান মাস গণনা করা হবে।সেই হিসাবে আগামী ১৪ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।


বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সিদ্ধান্ত জানান।

রমজান মাসে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যান্ত পর্যন্ত সংযম পালন করবেন। মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর।

মুসলমানদের বহু প্রতীক্ষিত এ সিয়াম সাধনার মাসে ইবাদত, খাবার ও আচার-ব্যবহারে ব্যাপক পরিবতর্ন আসে। পাল্টে যায় রাজধানী থেকে গ্রামের চিত্র। অন্য সময়ের চেয়ে নামাজ, ইফতার, সেহরী ও তারাবী নামাজ প্রাধান্য পায় ।


বৃহস্পতিবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে  তারাবির নামাজ।  

“আমরা  সারাদেশের মসজিদের ইমাম ও খতিবদের প্রতি একই নিয়মে খতমে তারাবীহর নামাজ আদায় করার অনুরোধ রেখেছি” , বেনারকে জানান বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন।

খতীব জানান , “তারাবীহর ২০ রাকাত নামাজ রাসূলুল্লাহ (সা.) এবং সাহাবীরা আমল করেছেন। ইসলামের প্রথম যুগ থেকে উলামা ও ফকীহগণ তা অনুসরণ করে আসছেন। বিশ্বের মুসলমানরা তা পালন করে আসছেন।”

তিনি বলেন, তারাবীহর নামাজে পবিত্র কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে উচ্চারণ স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়।

মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম মসজিদের দক্ষিণ চত্ত্বরে  মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে।  

এদিকে বেতার, বিটিভিসহ প্রতিটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল রমজান উপলক্ষে প্রতিদিন বিশেষ অনুষ্ঠান প্রচার বৃহস্পতিবার থেকে শুরু করবে।
বিশেষ করে ইফতারের আগে ও সেহেরীর সময় পবিত্র কোরআন তেলাওয়াত, রোজার ফজিলত নিয়ে আলোচনা এবং মোনাজাত প্রচার করা হবে।

সুরা বাকারায় মহান আল্লাহ ঘোষণার কথা উল্লেখ করে খতীব বলেন,  “তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম (রোজা) পালন করে।”

“এই মাসের প্রতিটি দিন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও অশেষ নেকী হাসিল করার অফুরন্ত সুযোগ। এই মাসের প্রতিটি এবাদতের জন্যই রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে বাড়তি উপহার,”  বেনারকে জানান ঢাকার রীনরোডের বাসিন্দা রওশন আরা, যিনি তার ১২তলা ভবনের ছাদে আয়োজিত মহিলা জামায়াতে মাসজুড়ে তারাবীর নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন ।


“এই মাসের একটি নফল এবাদত অন্য সময়ের একটি ফরজ এবাদতের সমান সওয়াব পাওয়ার সুযোগ রয়েছে,”  জানান মাওলানা এম এ লতিফ যিনি ঢাকার হাতিরঝিল সংলগ্ন মসজিদের ইমাম।

এখন বাংলাদেশে গ্রীস্মকালের শেষ এবং বর্ষাকালের শুরু অবস্থা বিরাজ করছে। সুবহে সাদেকের আগে সেহরীর মাধ্যমে পানাহার বন্ধ করে পরবর্তী সুর্যাস্ত পর্যন্ত সকল ধরণের পানাহার বন্ধ রাখতে হয় রোজাদারকে।


সূর্যের অবস্থান অনুযায়ী এই সময়ে রাতের চেয়ে দিন বড় থাকে। ফলে রোজাদার নর-নারীকেও বেশি সময় ধরে রোজা রাখতে হয়। এবছরও বাংলাদেশে গতবারের মতো প্রায় ১৫ ঘণ্টা হবে রোজার ব্যাপ্তি।

ইসলামিক ফাইন্ডার ডট ওআরজি’র তথ্য অনুযায়ী গতবছরও বাংলাদেশে রোজা রাখা হয়েছিলো ১৫ ঘণ্টা ৩ মিনিট। সবচেয়ে কম অস্ট্রেলিয়ার সিডনীতে রোজার দৈর্ঘ ছিলো মাত্র ৯ ঘণ্টা ৫৬ মিনিট ।

এছাড়া পার্শবর্তী দেশ ভারতে রোজা রাখতে হয়েছে ১৪ ঘণ্টা ৩৮ মিনিট, পাকিস্তানে ১৫ ঘণ্টা ৯ মিনিট আর  মক্কায় রোজা রাখতে হয়েছে ১৪ ঘণ্টা ৫৩ মিনিট।  নিউইয়র্কের মুসলমানদেরকে রোজা রাখতে হয়েছে ১৬ ঘণ্টা ৪৩ মিনিট আর  লণ্ডনে ছিলো ১৮ ঘণ্টা ৫৩ মিনিটের রোজা।






মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।