আনসারুল্লাহ এবার ১০ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিলো

ঢাকা থেকে জেসমিন পাপড়ি
2015.05.21
BD-islamist প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল,গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১০ জনকে এবার হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম। মে,২০১৫
বেনার নিউজ

‘তোমাদের অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে’। ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিয়ে রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বাংলাদেশের ১০জন বিশিষ্ট ব্যক্তিকে এই ভাষায় হত্যার হুমকি দিয়েছে আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম-১৩।

এই হুমকি প্রাপ্তদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কাবেরী গায়েন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, জগন্নাথ হলের প্রভোস্ট অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম ও ইকবালুর রহিম ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এছাড়াও এ তালিকায় বিকাশ সাহা ও পল্টন সুতার নামের আরো দুইজন ব্যক্তির নাম উল্লেখ আছে।

ঢাকার জিপিও থেকে পোস্ট করা ইরেজি ভাষায় লেখা ওই চিঠিগুলো বুধবার সংশ্লিষ্টদের হাতে পৌছায়।

চিঠি পেয়ে ঢাবি উপাচার‌্য ও কয়েকজন শিক্ষকের পক্ষ থেকে এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।সরকার বলছে, হুমকির বিষয়ে তদন্তের পাশাপাশি এসব নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হবে।

বিষয়টি নিশ্চত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘চিঠিতে আমাদেরকে খুন করা হুমকি দেওয়া হয়েছে।একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও একই চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন।আর তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।’

এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ঢাবি উপাচার্য।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকারও চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, “আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেড’।”

তবে হুমকিকে পাত্তা দিচ্ছেন না আগেও অনেকবার হত্যার হুমকি পাওয়া অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, “হত্যার হুমকি আমার জন্য নতুন কিছু না, তাই এতে আমি ভীত নই”।

বেনার নিউজের হাতেও এসেছে বিশিষ্ট ব্যক্তিদের হুমকি হিসেবে আসা ওই চিঠির একটি কপি। তাতে দেখা যায়, ১০ জন বিশিষ্ট ব্যক্তির তালিকায় এক নম্বরে উপদেষ্টা এইচটি ইমামকে ‘ইসলাম বিরোধী উপদেষ্টা’ উল্লেখ করা হয়েছে।দুই নম্বরে আরেফিন সিদ্দিকের নামের পাশে লেখা ‘আই. দুশমুন.ভিসি’।

এভাবে পর্যায়ক্রমে রয়েছে তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (আই.দুশমুন), ইকবালুর রহিম (আই. দুশমুন), পলান সুতার (এন্টিবাংলাদেশ.র.এডভাইজার) ও মুহম্মদ জাফর ইকবালের (সেক্যুলার) লেখা রয়েছে।

সম্প্রতি কয়েকজন ব্লগার হত্যার পর এই ধরনের চিঠি অনেকের মাঝেই উদ্বেগ তৈরি করেছে। এর আগে ‘নাস্তিক’ আখ্যায়িত করে যে ৮৪ জন ব্লগারের তালিকা তৈরি করা হয় তাদের মধ্যে চারজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ বিষয়ে অসীম সরকার বলেন, “দুপুরের দিকে ডাকের মাধ্যমে একটি চিঠি আসে, সেখানে দশজনের একটি তালিকা করা হয়েছে।সেই তালিকায় আমার নাম চার নম্বরে দেওয়া হয়।আমাকে হিন্দু মৌলবাদী আখ্যায়িত করে লাল কালিতে চিহ্নিত করে হত্যার হুমকি দিয়েছে।বিষয়টি নিয়ে আমি শঙ্কায় আছি।”

এই হুমকির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গাইন এ সম্পর্কিত একটি খবরের লিংক ফেসবুকে শেয়ার করে “আমি কীভাবে এই বিশিষ্ট দশের একজন হলাম?”

আনসারউল্লাহ বাংলা টিম একটি নিষিদ্ধ সংগঠন। কিন্তু সম্প্রতি ব্লগার অনন্ত বিজয় দাশ, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমানকে হত্যার দাবি করে আসছে সংগঠনটি। একইসঙ্গে তারা নিজেদেরকে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা বলেও পরিচয় দিয়েছে। একাধিক নামে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয়তা পাওয়া যাচ্ছে সাইবার জগতে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রী মনে করছেন, ব্লগারদের খুনি এবং বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকিদাতারা এক নয়।

এ বিষয়ে ‘কিছু রহস্য রয়েছে’ উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “ব্লগারদের যারা হত্যা করছে আমার কাছে মনে হয়, তারা এক ধরনের চিন্তাভাবনা নিয়ে করছে। আর ইনারা (বিশিষ্ট ১০ ব্যক্তি) তো ব্লগার বা সে ধরনের লেখালেখি করেন না। আমার কাছে মনে হয়, এদের হয়ত ভিন্নতা থাকতে পারে বা ভিন্নতর হতে পারে।”

হুমকি পাওয়া ব্যক্তিদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “অবশ্যই তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হবে।”

তবে হুমকিদাতাদের পরিচয় গোয়েন্দাদের অনুসন্ধানে তা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “নিষিদ্ধ ঘোষিত সেই আনসারুল্লাহ বাংলা টিম বা নতুন আনসারুল্লাহ বাংলা টিম হোক কিংবা তার নাম দিয়ে আরও বাংলা টিম হোক; যেই হোক আমরা তা অনুসন্ধান করে বের করব, তাদের শাস্তির আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।