ইয়েমেন থেকে বাংলাদেশি উদ্ধার তৎপরতা শেষ, ফিরেছেন ‘সবাই’

ঢাকা থেকে জেসমিন পাপড়ি
2015.04.22
BD-yemen ইয়েমেন থেকে ঢাকায় ফিরে আসা বাংলাদেশিদের বরণ করে নিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ২১ এপ্রিল,২০১৫
বেনার নিউজ

মঙ্গলবার রাতে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে ঢাকায় ফিরেছেন ১৩৬ জন বাংলাদেশি। এদের মধ্যে ৫জন নারী ও ৪ শিশু রয়েছে। এরফলে ইয়েমেন থেকে উদ্ধার হওয়া বাংলাদেশির সংখ্যা দাড়াল ৫৭৩ জনে।

আর এর মধ্য দিয়ে আপাতত ইয়েমেন থেকে বাংলাদেশিদের উদ্ধার তৎপরতা শেষ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে দেশটিতে আরো বাংলাদেশির খোঁজ পাওয়া গেলে তাদেরকেও উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

শাহরিয়ার আলম বেনারকে জানান, ‘আমরা যতদূর জানতে পেরেছি, ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি থাকার কথা বলা হলেও রয়েছেন এক হাজারের নিচে।  আরও স্পষ্ট করে বললে ৭০০-৮০০জন। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ফিরতে নাম নিবন্ধন করিয়েছিলেন ৫০৮ জন প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে দু’একজন বাদে সবাইকে উদ্ধার করে দেশে ফেরত আনা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আপাতত ইয়েমেন থেকে বাংলাদেশিদের উদ্ধার তৎপরতা শেষ হল। তবে সেখানে যদি কোনও বাংলাদেশির খোঁজ মেলে তাহলে তাদেরকেও উদ্ধার করা হবে। একাজে কুয়েত দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োজিত আছেন।’
তবে নিরাপদ এবং কাজে বহাল থাকায় কিছু বাংলাদেশি ইয়েমেন থেকে দেশে ফিরতে চান না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে দীর্ঘ যাত্রাপথের ক্লান্তিকে ছাপিয়ে যুদ্ধবিধ্বস্থ ইয়েমেন থেকে দেশে ফেরার আনন্দ লক্ষ্য করা যায় ফেরত আসা বাংলাদেশিদের চোখেমুখে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দাঁড়িয়ে নারয়নগঞ্জের হালিমা বেনারকে বলেন, যেন যু্দ্ধ জয় করে ফিরেছি। দেশের বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুখ এ জীবনে আর পাব, সে কথা ভাবতে পারিনি। ফিরতে পেরে ভীষণ ভাল লাগছে।

যুদ্ধের মধ্যে সহায় সম্বলহীন হয়ে ফিরলেও আল-আমিন বেনার নিউজকে বলেন, জীবনটা নিয়ে ফিরতে পেরেছি এতেই খুশি। আর কিছুই আশা করিনি।
ভারতীয় নৌ বাহিনীর জাহাজ এবং বিমানের মাধ্যমে ওই বাংলাদেশিদের ইয়েমেন থেকে আফ্রিকার দেশ জিবুতিতে সরিয়ে নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটসহ বিভিন্ন এয়ারলাইন্সে তাদেরকে দেশে আনার ব্যবস্থা করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কয়েকটি ধাপে এপর্যন্ত ইয়েমেন থেকে সরকারি খরচে ৪৮৭ জনসহ সর্বমোট ৫৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলো। বাকিদের আনার ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

এছাড়াও ১০ জন সুদান এবং ৪০ জন বাংলাদেশি সানাতে নিরাপদ স্থানে রয়েছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে তাদের ফিরিয়ে আনা হবে বলে বেনারকে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক এস বদিরুজ্জামান।

২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়া হাউথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা দখল করে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে রাজধানী ছাড়তে বাধ্য করে। মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর তায়িজ দখল করে নেয় তারা।

ইয়েমেনে সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালালে শিয়া হাউথি বিদ্রোহীরা দমে যায়, ব্যাপক ধবংশযজ্ঞে দেশটিতে আতংক ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।