বাংলাদেশি ধর্মনিরপেক্ষ লেখার প্রকাশককে যুক্তরাষ্ট্রে সম্মাননা প্রদান
2016.05.17

মাহবুব লীলেন, একজন বাংলাদেশি প্রকাশক যিনি সাহসী প্রকাশনার জন্য যুক্তরাষ্ট্রের এসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স (এএপি)পুরস্কারে ভূষিত হয়েছেন।
গত বছর ধর্মনিরপেক্ষ লেখকদের বই প্রকাশ করায় তিনি সন্দেহভাজন ইসলামিক চরমপন্থিদের আক্রমণের শিকার হয়েছিলেন।
নিউ ইয়র্কে পেন সাহিত্য উৎসবের নৈশ ভোজে শুদ্ধস্বর প্রকাশনী সংস্থাকে সাহসী প্রকাশনার জন্য “জেরি লেবার ইন্টারন্যাশনাল ফ্রিডম অব পাবলিশ” ২০১৬ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শুদ্ধস্বরের সহপ্রতিষ্ঠাতা লীলেন বেনারকে বলেন, “আমরা এই পুরস্কার ওইসব লেখক ও প্রকাশকদের উৎসর্গ করতে চাই যারা তাঁদের কর্মকাণ্ডের জন্য নিহত হয়েছেন।”
তিনি বলেন, “এই অর্জন শুদ্ধস্বরের সকল লেখকদের এবং আমরা বিশ্বাস করি এই বৈরি অবস্থাতেও এই অর্জন আমাদের প্রকাশনা চালিয়ে যেতে উৎসাহিত করবে।”
২০০৪ সালে লীলেন ও দুই সহকর্মী- আহমেদুর রাশিদ চৌধুরি টুটুল এবং জাফর সেতু মিলে শুদ্ধস্বরের যাত্রা শুরু করেন, যা বাঙালি মুক্তচিন্তার লেখকদের জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
কিন্তু ২০১৩ সাল থেকে এ যাবত ছয় জন ধর্মনিরপেক্ষ মুক্তচিন্তার লেখক ও ব্লগার ইসলামি চরমপন্থিদের চাপাতির আঘাতে নিঃশংস ভাবে খুন হয়েছেন।
নিহতদের মধ্যে দুইজন ধর্মনিরপেক্ষ লেখক অনন্ত বিজয় দাস ও বাংলাদেশি বংশউদ্ভুত মার্কিন নাগরিক অভিজিৎ রায়ের লেখা শুদ্ধস্বর প্রকাশ করেছে।
লীলেন, টুটুল এবং সেতু গত বছর ৩১শে অক্টোবর ঢাকায় সন্দেহভাজন ইসলামি চরমপন্থি আক্রমণের শিকার হওয়ায় বর্তমানে দেশ ত্যাগ করেছেন। টুটুল মারাত্মক ভাবে আহত হন এবং একই দিনে জাগ্রতী প্রকাশনির কর্ণধার ফয়সাল আরেফিন দীপন চরমপন্থিদের চাপাতির আঘাতে নিহত হন। যিনি ধর্মনিরপেক্ষ লেখক অভিজিৎ রায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাঁর বই প্রকাশ করেছিলেন।
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী প্রকাশক লীলেন বলেছেন, “এটা কেবল মাত্র একটি পুরস্কার নয়। বরং একটি নিদর্শন, যা কিনা নির্দেশ করে অন্যান্য লেখক, প্রকাশক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও বাংলাদেশি লেখকদের মতপ্রকাশের স্বাধীনতার যুদ্ধে পাশে রয়েছে।’’
যদিও লীলেন ও তাঁর সহকর্মীদের তাঁদের ঢাকাস্থ অফিস বন্ধ করতে হয়েছে, সত্ত্বেও তাঁরা মনস্থ করেছেন নির্বাসনেও তাঁরা তাঁদের প্রকাশনা কার্যক্রম চালিয়ে যাবেন।
প্রতিবছর এএপি’র ইন্টারন্যাশনাল ফ্রীডম টু পাবলিশ কমিটি কর্তৃক 'দি জেরি লেবার এওয়ার্ড'-টি প্রদত্ত হয়।
আমেরিকার প্রকাশনা সংস্থা সংঘ ফ্রী এক্সপ্রেশন অ্যাভোকেসির পরিচালক জুডিথ প্লাট বেনারকে বলেছেন, “ আমরা এইসব সাহসী প্রকাশকদের সমর্থন জানাতে পেরে গর্বিত।
জেরি লেবার প্রাইজের বার্তা অত্যন্ত জোরাল ও স্বচ্ছঃ ‘আপনি একা নন’। আমরা আশা করবো এই আন্তর্জাতিক স্বীকৃতি লেখক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে হিংস্রতা বন্ধে যা যা করণীয় তা করতে বাংলাদেশের সরকারকে চাপ প্রয়োগ করবে।”