তিন সাংবাদিক কারাগারে,প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় তিন যুবক গ্রেপ্তার

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2016.08.09
20160809-Editor-Folo1000.jpg ফোকাস বাংলা
অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে আদালতে হাজির করা হয়। আগস্ট ০৯, ২০১৬।

গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রিমান্ড চেয়ে পুলিশের আবেদন নাকচ করে তাঁদের জেলে পাঠান বিচারক।

ভুল সংবাদ পরিবেশনের অভিযোগে গত রোববার রাতে আটক হওয়া বাংলা মেইলের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্লাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার এসআই মিজানুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাত দিনের রিমান্ড নেওয়ার অনুমতি চান।

রিমান্ডের বিরোধিতা করে আসামিদের জামিনের আবেদন করেন তাদের দুই আইনজীবী মুবিনুল ইসলাম ও প্রিয়লাল সাহা। উভয় আবেদনের শুনানির পর ঢাকার মহানগর হাকিম গোলাম নবী আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

“যে সংবাদটি নিয়ে ফেসবুকে হৈ-চৈ হচ্ছে, তা রাষ্ট্রের স্বার্থে পরিবেশন করা হয়েছিল। কিন্তু র‍্যাব সেটা বুঝতে পারেনি,” শুনানিতে জানান আইনজীবী মুবিনুল ইসলাম।

এই ওয়েবসাইটটির মালিক আজিম গ্রুপের কর্ণধার ফজলুল আজিম, যিনি বিএনপি ছেড়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত হন। পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ছিলেন তিনি।

আটক তিনজন ছাড়াও মোহাম্মদ ফজলুল আজিমকে তথ্যপ্রযুক্তি আইনের এ মামলায় আসামি করা হয়েছে। এজাহারে ওই ব্যবসায়ী ও রাজনীতিককে পলাতক দেখানো হয়।

“কথিত এক নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেটি ছিল একটি মিথ্যা সংবাদ । ওই গুজবে যাতে জনগণ কান না দেয়, সে বিষয়ে বাংলা মেইলের খবরে সতর্ক করা হয়েছিল,” জানান মুবিনুল।

আইনজীবী বলেন, প্রধানমন্ত্রী বা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে খাটো করার কোনো উদ্দেশ্য তাঁর মক্কেলদের ছিল না।

উল্লেখ্য, ‘টুডেনিউজ৭১ডটকম’ নামের একটি নিউজ পোর্টালে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর মিথ্যা খবর ছাপা হয়েছিল। এটা গুজব উল্লেখ করে বাংলা মেইল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে।

এরপর র‍্যাব সদস্যরা রোববার গভীর রাতে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ওই তিন সাংবাদিককে আটক করে।ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন—বিটিআরসি।বাংলা মেইলের নয়জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকারের তথ্য অধিদপ্তর।

আদালত সূত্র জানায়, এ মামলায় জামিনের শুনানি কেবল সাইবার ট্রাইব্যুনালে হতে পারে। এ কারণে বিচারক কেবল রিমান্ড আবেদনের শুনানি করেছেন, জামিন শুনানি হয়নি।

র‍্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার ওই তিনজনকে আটকের পর বেনারকে বলেছিলেন, “গুজব ছড়ানোর অভিযোগে তাদের র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত হবে।”

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় গ্রেপ্তার তিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় দায়ে সাতক্ষীরার আশাশুনিতে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খাজরা ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন; উপজেলার চেউটিয়া গ্রামের ফয়জুদ্দিন সরদারের পুত্র শামীম (২২), নূরুল ইসলাম সরদারের পুত্র মোস্তাকিম বিল্লাহ (২৩) ও আব্দুল হাকিম সরদারের পুত্র আব্দুল আলিম (২৪)।

পুলিশ জানায়, আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কবির সরদারের আইডি ব্যবহার করে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় পুলিশ একই গ্রামের শামীম, মোস্তাকিম ও আলিমকে গ্রেপ্তার করে।

“এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭/১ ধারায় সাবেক ইউপি সদস্য কবির সরদার বাদী হয়ে আটক তিনজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মামলা করেছেন,” বেনারকে জানান আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।