রক্তক্ষয়ী জিম্মি সংকটের অবসান,দেশি-বিদেশিসহ নিহত ২৮

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2016.07.02
160702_BD_ATTACKS_FOLO_1000.jpg স্বজনেরা ছবি হাতে উতকন্ঠার সাথে গুলশানের আর্টিজান রেস্তোরার বাইরে অপেক্ষা করছে,যেখানে গতরাতে ভয়াবহ জঙ্গি হামলায় দেশি-বিদেশি মিলিয়ে ২০ জনকে হত্যা করেছে। জুলাই ২, ২০১৬।
এএফপি

আপডেট জুলাই ০২,২০১৬,ইস্টার্ন সময় দুপুর ৩ঃ৩০মিনিট  

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ২০ জনের মধ্যে কমপক্ষে দুজন বাংলাদেশি ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নিহত বাকি ১৭ জনই বিদেশি নাগরিক।

১৭ বিদেশির মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের ও একজন ভারতের নাগরিক। রাত দশটার দিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহত ২০ জনের জাতীয়তা নিশ্চিত করে। এর আগে শনিবার দিনভর নিহতদের পরিচয় নিয়ে বিভ্রান্তি ছিল।

গতকাল শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টার এই জিম্মি ঘটনায় ২০ দেশি–বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অস্ত্রের মুখে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে এরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায়’।

প্রধানমন্ত্রী আজ রোববার ও কাল সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ও জনগণ কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া মসজিদে মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জিম্মি সংকটের অবসানে যৌথ বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখায় তাঁদেরও ধন্যবাদ জানান।

নিহত তিন বাংলাদেশির পরিচয়

নিহত দুই বাংলাদেশি হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন এবং বিজিএমইএ ও জেডএক্সওয়াই এর মানবসম্পদ পরিচালক ইশরাত আখন্দ।

ফারাজ আইয়াজ হোসেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসক্যায়েফের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন ও ওয়াকার বিন হোসেন দম্পতির ছোট ছেলে। যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ গত ১৯ মে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসেন।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ল্যাভেন্ডার গ্রুপের মালিক মনজুর মোরশেদের নাতনি হলেন নিহত অবিন্তা কবির। অবিন্তা লস অ্যাঞ্জেলসে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যান রওশন মোরশেদ ও মনজুর মোরশেদ দম্পতির নাতনি অবিন্তাও ছুটি কাটাতে ঢাকায় এসেছিলেন।

ভারতের একজন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই হামলায় তারুশি জৈন নামে এক ভারতীয় নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। সুষমা তারুশির বাবা সঞ্জীব জৈনের সঙ্গে কথা বলেছেন। বার্কলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারুশি ছুটিতে ঢাকায় বাবা-মার সঙ্গে সময় কাটতে। তাঁর বাবা কর্মসূত্রে ঢাকায় থাকেন।

ইতালির নয়জন

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জঙ্গি হামলায় ঘটনায় ইতালির নয়জন নিহত হয়েছেন। আর নিখোঁজ এক জন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনি গতকাল বলেন, নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চারজন পুরুষ। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জেন্তিলোনি আরও বলেন, হামলার সময় ওই রেস্তোরাঁয় আরেক ইতালীয় উপস্থিত ছিলেন। তবে তিনি নিহত হননি।

এদিকে ইতালির সংবাদমাধ্যম নিহতদের ছয় জনের নাম ও ছবি প্রকাশ করেছে। ইতালীয় সংবাদপত্র লা রেপুবলিকা অনলাইনে যে ছয় জনের ছবি প্রকাশিত হয়েছে তাঁরা হলেন সিমোনা মন্তি, ক্রিস্তিয়ান রসি, মার্কো তোন্দাৎ, নাদিয়া বেনেদিত্তি, ক্লাউদিয়া দান্তোনা ও আদেলে পুলিজি। দেশটির আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইতালির প্রধানমন্ত্রী ম্যাতিও রেনজির একটি বিশেষ প্লেন বাংলাদেশের দিকে রওনা দিয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।

জাপানের সাতজন

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি কইচি হাগিউডাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর জাপানের একজন নাগরিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির সাতজন নিখোঁজ আছেন। বাংলাদেশে জাইকার অর্থায়নে চলমান একটি প্রকল্পের কাজে যুক্ত ছিলেন এরা।

ছয় জঙ্গি নিহত

অভিযানে সাতজন সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয় এবং এক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এদিকে পাঁচ তরুণের ছবি প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, ঢাকার গুলশানে ক্যাফেতে এরাই হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে।

এরা হচ্ছে; আবু উমর, আবু সালমা, আবু রহিম, আবু মুসলিম ও আবু মুহারিব। শনিবার রাত ১০টার দিকে সাইটের টুইটার অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করা হয় ।

ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে সন্ত্রাসীদের ব্যবহৃত পিস্তল, ফোল্ডেট বাঁট একে ২২ রাইফেল, বিস্ফোরিত আইইডি, ওয়াকিটকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে জঙ্গি হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আহত ৪০

হলি আর্টিজান বেকারিতে হামলায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এদের ৩৮ জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আহতদের ৩৫ জন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সদস্য সুজন কুমার ও হোলি আর্টিজানের কর্মী জাকিউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। ৩৫ জনের দেহে গুলি ও বোমার স্প্লিন্টার আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

অপারেশন থান্ডার বোল্ট

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনী। অভিযানে নৌ বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের পাঁচ শতাধিক কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

শনিবার দুপুর একটার দিকে সেনা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই নাঈম আশফাক চৌধুরী বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে সরকারপ্রধান আদেশ দেন। সেই মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার কমান্ডোর নেতৃত্বে কমান্ডো অভিযান সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয়। ১২ থেকে ১৩ মিনিটের মধ্যেই সব সন্ত্রাসীকে নির্মূল করে ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।

“নিহতদের নাম–পরিচয়ও খুব শিগগির প্রকাশ করা হবে। এখন কেবল জাতীয়তা নিশ্চিত হওয়া গেছে,” বেনারকে জানান আইএসপিআরের পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান।

 

ঢাকার গুলশানের রেস্তোরাঁ থেকে জিম্মিদের উদ্ধারে 'অপারেশন থান্ডার বোল্ড' নামক এক বিশেষ  অভিযানের প্রস্তুতি নিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।  জুলাই ০২, ২০১৬।  ফোটোঃ আইএসপিআর

 

প্রধানমন্ত্রীর ভাষণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি-বিদেশি একটি চক্র এ দেশের অগ্রযাত্রা বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় হতাহত ও জিম্মিদের উদ্ধারের পর তিনি বেতার ও টেলিভিশনে এই ভাষণ দেন। ভাষণে তিনি সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কোমলমতি যুবক-কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে বিপথে ঠেলে দিচ্ছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করছে।

বিশ্ব সম্প্রদায়ের যেসব নেতা এ ঘটনার নিন্দা জানিয়ে সরকারের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন, তাঁদের প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানান।

মুষ্টিমেয় বিপথগামী সন্ত্রাসীকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি, কমিউনিটি পুলিশ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সন্ত্রাস মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

শেখ হাসিনা বলেন, “যেসব কোমলমতি যুবক-কিশোর বিপথে পরিচালিত হচ্ছে, যাঁরা তাদের মদদ দিচ্ছেন, তাঁদের কাছে আমার প্রশ্ন—মানুষ হত্যা করে কী অর্জন করতে চান? ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ করুন।”

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনার সন্তানকে সুশিক্ষা দিন। তারা যাতে বিপথে না যায়, সেদিকে নজর রাখুন।”

নিহত দুই পুলিশ কর্মকর্তার ময়নাতদন্ত

জঙ্গি হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন।

গতকাল দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই কলেজের ফরেনসিক মেডিসিনের চিকিৎসকেরা নিহত দুই পুলিশ কর্মকর্তার ময়নাতদন্ত করেন।

তরুণ পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম বাবা হওয়ার আগেই নিহত হলেন। তাঁর স্ত্রী গর্ভবতী। রবিউলের শরীরে বুলেট ও স্প্লিন্টার পাওয়া গেছে।

“ঈদের আগে মায়ের জন্য ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি,” বেনারকে জানান পুলিশ কর্মকর্তা রবিউল করিমের ভাই শামসুজ্জামান শামস। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে দাঁড়িয়ে শামস বলছিলেন, “এটা ফেয়ার হলো না, ভাইয়া। ঈদের আগে আমি আমার মায়ের জন্য ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি।”

খালেদা জিয়ার নিন্দা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার এক বিবৃতিতে বলেন, “আমরা বারবার উগ্রবাদীদের অমানবিক রক্তঝরা অশুভ পরিকল্পনা মোকাবিলা করার জন্য দলমত-নির্বিশেষে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের সেই আহ্বানকে উপেক্ষা করে।”

তিনি আরও বলেন, প্রকৃত জঙ্গি দমনে কোনো ধরনের ইতিবাচক তৎপরতা দেখানো দূরে থাক, বরং বিএনপিকে অভিযুক্ত করতে ব্লেমগেম খেলতে গিয়ে সরকার জঙ্গিদের স্বাস্থ্য বর্ধন করেছে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।