মৃত্যুযাত্রা থেকে ফিরে রুবেল: বিশ্বাস হয় না বেঁচে আছি

জেসমিন পাপড়ি
2019.05.15
ঢাকা
190515_Tunisia _boat_620.jpg ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে জীবিত উদ্ধারের পর তিউনিসিয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাদারিপুরের রনি মোল্লা। ১৫ মে ২০১৯।
[সৌজন্যে: পররাষ্ট্র মন্ত্রণালয়]

“আমি শুনতে পাচ্ছিলাম এক বন্ধু বলছে, আর বাঁচা সম্ভব না। তারপর সে জোরে জোরে দোয়া–দরূদ পড়তে থাকে, এরপর আর তার গলা শুনতে পাইনি...।”

এভাবেই তিউনিসিয়া থেকে টেলিফোনে বেনারের কাছে ভূমধ্যসাগরে গত সপ্তায় নৌকাডুবির ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন ওই মৃত্যুযাত্রা থেকে বেঁচে ফেরা মাহমুদুল হাসান রুবেল (২৭)।

নোয়াখালীর চাটখিলের এই বাসিন্দা এখন রয়েছেন তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের আশ্রয়শিবিরে। বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তার মাধ্যমে বুধবার বেনারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন রুবেল।

“আমরা ১১ বন্ধু যাত্রা করেছিলাম। বেঁচে আছি মাত্র চারজন,” জানান রুবেল।

অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে অভিবাসী নিয়ে রওনা দেওয়া একটি নৌকা গত শুক্রবার তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। যাত্রীদের মধ্যে মধ্যে ১৬ জনকে স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেন, যাদের ১৪ জনই বাংলাদেশি। তাঁরা এখন তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের আশ্রয় শিবিরে আছেন।

“লিবিয়া থেকে রওনা হওয়ার পর ভেবেছিলাম, স্বপ্নের খুব কাছাকাছি আমরা। কয়েক মাস বন্দী থাকার পরে মনে হচ্ছিল আর মাত্র একটা দিন পরেই পৌঁছে যাব স্বপ্নের দেশ ইতালিতে। সেই স্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়,” বলছিলেন রুবেল।

এদিকে রুবেলের বোন বুবলি আক্তার বুধবার নোয়াখালী থেকে টেলিফোনে বেনারকে জানান, এসএসসি পর্যন্ত পড়াশোনা করা রুবেলের দেশে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাই অনেক কষ্টে সাত লাখ টাকা দিয়ে গত ডিসেম্বরে রুবেলকে তাঁরা ইতালি পাঠান।

পরবর্তীতে লিবিয়ায় রুবেলকে আটকে রেখে দালালেরা পরিবারের কাছ থেকে আরো দুই লাখ টাকা আদায় করে বলে জানান বুবলি।

রুবেল জানান, লিবিয়া থেকে ১৫০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার ইতালির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। নৌকা দুটির যাত্রীদের মধ্যে ১৩৫জনই ছিলেন বাংলাদেশি।

“আনুমানিক মিনিট দশেক চলার পরেই আমাদের ট্রলারটি ডুবে যেতে থাকে। আমরা ৮–৯ জন ট্রলার ধরে ঢেউয়ের সাথে সাঁতার কেটেছি ঘণ্টার পর ঘণ্টা,” বলেন রুবেল।

এভাবে আনুমানিক ৮-৯ ঘণ্টা ভূমধ্যসাগরে ভেসে থাকার পর স্থানীয় একটি মাছের ট্রলার তাঁদেরকে উদ্ধার করে জানিয়ে রুবেল বলেন, “বিশ্বাস হচ্ছে না আমি বেঁচে আছি।”

রুবেলের ঘনিষ্ঠ কয়েকজনের পরিণতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমার আরেক বন্ধু কামরানের বাড়ি টঙ্গিতে। সে সাঁতার জানত না। মারা যাওয়ার আগে সে বারবার বলছিল, তাকে কেউ যেন উদ্ধারের চেষ্টা না করে, কারণ সে সাঁতার জানে না।”

“আমার আরেক বন্ধু সাঈদের বাড়ি মাদারিপুরে। আমি প্রায় এক ঘণ্টা তাঁর হাত ধরে রেখেছিলাম। কিন্তু সেও ঢেউয়ের সাথে ভেসে গেছে,” বলেন রুবেল।

এই যাত্রায় নোয়াখালী থেকে রুবেলের সাথে নাসির নামের আরেক যুবক রওয়ানা দিয়েছিলেন।

“নাসিরও বেঁচে নেই,” সংক্ষেপে জানান রুবেল।

অবৈধ অভিবাসন প্রত্যাশীদের পরিবার সদস্যদের বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি চিত্ররেখা।
অবৈধ অভিবাসন প্রত্যাশীদের পরিবার সদস্যদের বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি চিত্ররেখা।
[বেনারনিউজ]

‘দেশে না ফিরুক রুবেল’

রুবেলের জীবনে অত ভয়ঙ্কর ঘটনা ঘটার পরও পরিবার চায় না রুবেল দেশে ফিরে আসুক।

নৌকা ডুবির ঘটনায় উদ্ধার বাংলাদেশিদের দেশে ফেরত আনা হতে পারে শুনে রুবেলের বোন বুবলি পাল্টা প্রশ্ন করেন, “দেশে কেন আনা হবে? ওখানে কোনো কাজের ব্যবস্থা করা যায় না?”

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে বুবলি দেশের বিভিন্ন অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে বেনারকে জানান, রুবেলকে বিদেশ পাঠাতে গিয়ে তাঁদের পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে।

বুবলি জানান, বাবা নেই তাঁদের। পাঁচ ভাই–বোনের মধ্যে রুবেল একমাত্র ভাই। দুই বোনের বিয়ে হলেও বাকি দুই বোন এবং মায়ের একমাত্র অবলম্বন রুবেল।

“দেশে কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে,” মন্তব্য করে ওয়ারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বেনারকে বলেন, “এই ঘটনায় যারা গেছে তাদের মধ্যে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ঘরের শিক্ষিত যুবকেরাও আছে। তারা একেবারে অসচেতন নয়। তবু তারা একটা ঝুঁকি নিয়েছে। কারণ দেশেও একটা চাকরি নিতে হলে টাকা ছাড়া হয় না। তারা ভেবেছে দেশে যখন হয় না বিদেশেই চান্স নিয়ে দেখি।”

তাই এমন ঝুঁকিপূর্ণ অভিবাসন চেষ্টার মূল কারণ খোঁজার পরামর্শ দেন সাইফুল।

৩৯ বাংলাদেশি নিখোঁজ

ভূমধ্যসাগরের নৌকাডুবির ঘটনায় এখনো ৩৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এছাড়া একজনের মরদেহ উদ্ধার এবং ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন তিনি।

ড. মোমেন জানান, নিখোঁজ বাংলাদেশিদের মধ্যে ২২ জনই বৃহত্তর সিলেট অঞ্চলের। আর যে বাংলাদেশির লাশ পাওয়া গেছে তিনি হলেন শরীয়তপুরের নড়িয়ার গৌতম দাসের ছেলে উত্তম কুমার দাস। ছবি পাঠিয়ে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলে উত্তমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার প্রায় এক সপ্তাহের মাথায় বুধবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে ধারণা করা হচ্ছে, যারা নিখোঁজ রয়েছেন তারা সবাই মারা গেছেন। তাঁদের মরদেহ খুঁজে পাওয়াটা দুষ্কর, বলেন মন্ত্রী।

ভুক্তভোগীরা মানবপাচার চক্রের খপ্পরে পড়ে এই বিপদের সম্মুখীন হয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এদের শীর্ষ পাঁচজনের বিষয়ে তথ্য পাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত কয়েকদিনে অভিযানে ট্রাভেলস এজেন্ট ব্যবসার আড়ালে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ২৩টি ট্রাভেল এজেন্সিকে সিলগালা করা হয়েছে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।