নিজামীর ফাঁসি যেকোনো সময়, উত্তপ্ত বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

ঢাকা থেকে জেসমিন পাপড়ি
2016.05.09
PK-high-commissioner620.jpg একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) খারিজের পূর্ণাঙ্গ রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মে ৯, ২০১৬।
ফোকাস বাংলা

সকল আইনি প্রক্রিয়া শেষ। এবার যেকোনো সময় কার্যকর হতে পারে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড।

যদিও সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় বলা হয়নি। তবে ইতিমধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফাঁসির মঞ্চ।

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক। নিজামীর ফাঁসি বহাল রাখার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর সোমবার দেশটির হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মূলত নিজামীর আপিলের রায় খারিজের পর থেকেই ফাঁসি কার্যকরের বিষয়টি আলোচনায় ছিল। এরপর গত রোববার তাকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। দ্রুততম সময়ে রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ে সোমবার বিকেলে সইও করেন বিচারপতিরা।

এরপর নিজামীর রিভিউ আবেদন খারিজের রায় গতকালই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে যায়।

এ বিষয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের জানান, “মূল রায়ে সই হওয়ার পর ওই আদেশ ও রায়ের কপি কারা কর্তৃপক্ষ, জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

এদিকে নিজামী এখনো প্রাণ ভিক্ষা চাননি। রিভিউ আবেদন খারিজের পর তার পরিবারের বরাত দিয়ে আইনজীবী তাজুল ইসলাম জানান, “তিনি (নিজামী) বলেছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কারও কাছে প্রাণভিক্ষা তিনি চাইবেন না।”

নিজামী প্রাণ ভিক্ষা করবেন না বলে জামায়াত ইসলামের ওয়েবসাইটে প্রকাশিত খবরেও বলা হয়েছে।

মামলার আইনি লড়াই শেষ হলেও সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডাদেশ প্রাপ্ত আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন।

তবে আসামি তা না চাইলে কিংবা রাষ্ট্রপতির ক্ষমা না করলে দিনক্ষণ ঠিক করে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের নির্দেশ দিতে পারে সরকার। ফাঁসির আগে স্বজনেরা কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

প্রাণ ভিক্ষা চাওয়ার সময়সীমা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “নিজামীকে জানানো হবে এবং জানানোর পরিপ্রেক্ষিতে একটি যুক্তিসংগত সময় হয়তো তাকে দেওয়া হবে। একদিনের সময় দেওয়া হতে পারে, ক্ষমা আবেদন লেখার বা এটাকে প্রস্তুত করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু দেওয়া হতে পারে।”

তবে তিনি যদি প্রাণভিক্ষা না চাওয়ার কথা জানান তাহলে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষের বিষয় বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

আবার নিজামীর দণ্ড কার্যকর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সোমবার এক অনুষ্ঠানে বলেন, “কাশিমপুর থেকে ঢাকায় আনার মানে এই নয় যে এখনই ফাঁসির দণ্ড কার্যকর হবে। যেসব আনুষ্ঠানিকতা আছে, সেগুলো পালন করেই রায় কার্যকর করা হবে।”

তবে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব ঠিক আছে।”

পাকিস্তানের হাই কমিশনারকে তলব

নিজামীর রায় নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়ার পর ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

সোমবার হাই কমিশনার সুজা আলমকে ডেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মো. মিজানুর রহমান। তার সঙ্গে ১৫ মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে বসেন সুজা আলম।

পরে সাংবাদিকদের মিজানুর রহমান বলেন, “পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। আমরা বলেছি, একজন যুদ্ধাপরাধীর পক্ষে তারা যে ধরনের বিবৃতি দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। আমরা তাদের বিবৃতির কড়া প্রতিবাদ করে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি।”

আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ার পর গত শুক্রবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যাতে নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় বিষয়টি গভীর উদ্বেগ ও মনোবেদনার বলে উল্লেখ করা হয়।

গত রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে আহ্বান জানান।

এই জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর না করতে বহির্বিশ্ব থেকে কোনো ধরনের চাপ বা হুমকি নেই বলে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে।

“এ নিয়ে বাংলাদেশের ওপর কোনো ধরনের হুমকি বা চাপ নেই,” গতকাল সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।