সাতক্ষীরার কালী মন্দিরে মোদির দেওয়া স্বর্ণমুকুট চুরি
2024.10.11
ঢাকা

সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া স্বর্ণমুকুট চুরি হয়েছে। ২০২১ সালে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে প্রতিমার মাথায় মুকুটটি পরিয়ে দেন মোদি।
গত বৃহস্পতিবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে, যা নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন।
সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বেনারকে বলেন, “প্রতিমা চুরির ঘটনায় অভিযুক্ত যুবককে সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করার চেষ্টা এবং মুকুট উদ্ধার অভিযান অব্যাহত আছে। ”
এক প্রশ্নের জবাবে শুক্রবার রাত নয়টায় তিনি বলেন, মামলা দায়ের হয়নি, তবে প্রক্রিয়াধীন।
২০২১ সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ মার্চ ভারতের সীমান্তবর্তী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত যশোরেশ্বরী মন্দিরে যান তিনি।
যশোরেশ্বরী মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান। এটি সনাতন ধর্মের ৫২ পিটের এক পিট।
মুকুট চুরির ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বেনারকে বলেন, “এটা চুরির ঘটনা। দুর্বৃত্তরা তো সব সময়ই সক্রিয় থাকে। সরকার নিশ্চয়ই চোরকে ধরে স্বর্ণমুকুট উদ্ধার করবে।”
“এমন একটা উপহারের জিনিস যদি চুরি হয়, তাহলে জাতীয়ভাবে আমাদের অসম্মান হয়। তবে আমাদের বিশ্বাস সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে,” যোগ করেন বাসুদেব ধর।
এদিকে শুক্রবার (১১ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে বলেছে, যশোরেশ্বরী কালী মন্দিরে উপহার দেওয়া মুকুট চুরির খবর আমরা দেখেছি।
“আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি,” পোস্টে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার আনুমানিক দুইটার দিকে ঘটনাটি ঘটে বলে শুক্রবার বিকেলে বেনারকে জানান যশোরেশ্বরী কালী মন্দিরের সেবাইত জয়ন্ত চট্টোপাধ্যায়।
“তখন আমাদের পুরোহিত ও ব্যবস্থাপক দুপুরের পূজা করে বাড়িতে চলে যান খাওয়ার জন্য। আমাদের তিনজন পরিচ্ছন্ন কর্মী ছিল। তারা বাসনপত্র পরিষ্কার করার জন্য দরজা খুলে টিউবওয়েলে যায়। এই ফাঁকে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে,” বলছিলেন তিনি।
জয়ন্ত আরও বলেন, “একটি অজ্ঞাত পরিচয়ের ছেলে সকাল থেকে ঘোরাঘুরি করছিলো। এটা সিসিটিভিতে ধরা পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।”
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম বেনারকে বলেন, “আমরা এখন পর্যন্ত কাউকে আটক করিনি। তবে চেষ্টা চলছে।”
উল্লেখ্য, সিসিটিভিতে দেখা যায়, জিন্সের প্যান্ট পরা ও সাদা টি-শার্ট গায়ে এক যুবক মন্দির থেকে বের হচ্ছে, তার হাতে পেছনে। পুলিশের ধারনা, পেছনে হাতের মধ্যে ওই স্বর্নমুকুট রয়েছে।
পূজামণ্ডপে সংগীত পরিবেশন নিয়ে বিতর্ক, দুই মাদ্রাসা শিক্ষক আটক
চট্টগ্রাম শহরের জেএম সেন হল পূজামণ্ডপে বৃহস্পতিবার ইসলামী ভাবধারার একটি গান পরিবেশন করার ঘটনায় ক্ষোভের সঞ্চার হয় সনাতন ধর্ম অনুসারীদের মধ্যে।
গান পরিবেশনকারী শহীদুল করিম ও মো. নুরুল ইসলাম নামে দুই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার রইছ উদ্দিন জানান, চট্টগ্রাম মহানগর পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত কালচারাল একাডেমি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের একদল শিল্পীকে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করেন।
“একটি গানের ভাষা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে প্রতীয়মান হয়েছে,” যোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রইছ উদ্দিন বলেন, “ছয় জনের এই দলকে আমন্ত্রণ জানানো পলাতক সজল দত্তকেও জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।”
এদিকে সজল দত্তকে বহিস্কার করা হয়েছে বলে বেনারকে জানান নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।
“আমরা সজলের কাছে বিষয়টি জানতে চাইলে সে ব্যাখ্যা দেয় যে, ওনারা (আটককৃত) দেশাত্মবোধক গান করতে চেয়েছিলেন। কিন্তু দেশাত্মবোধক গান না গেয়ে একটা দাওয়াতি গান করেন,” যোগ করেন তিনি।
এ ঘটনায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বেনারকে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।
চট্টগ্রামের পূজা মণ্ডপে যে দুটি গান পরিবেশন করা হয় তার একটির সুরকার ও গীতিকার বাংলাদেশের প্রখ্যাত বাউল সাধক শাহ আবদুল করিম, অন্যটির চৌধুরী আবদুল হালিম।
চৌধুরী আবদুল হালিম রচিত ওই গানের কথায় বলা হয়েছে, “শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম/বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান/ হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান/সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান/ নির্ভয়ে নিজ নিজ ধর্ম/পালন করবে নিজ কর্ম/ সব ধর্মের সব মানুষের/ ইসলাম দিল সেই সম্মান...।”
শাহ আবদুল করিমের ওই গানের কথায় রয়েছে: “গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান/মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম/ আগে কি সুন্দর দিন কাটাইতাম...।”
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বেনারকে বলেন, “ওই দুজন কেনো পূজার সঙ্গে সাংঘর্ষিক গান গাইলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাকিদেরও গ্রেপ্তার করা হবে।”
৩৫টি অপ্রীতিকর ঘটনা, ১১ মামলা
শুক্রবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিটি ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি বলেছে, এবার সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হচ্ছে।
দুর্গাপূজার মহাঅষ্টমীতে শুক্রবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিমা বিসর্জন হবে রোববার। এবার দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে এবং গমন ঘোটক বা ঘোড়ায়।