ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষকালে আহত একজন কোটা সংস্কার আন্দোলনকারীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ১৮ জুলাই ২০২৪।
[বেনারনিউজ]
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কঠোরতায় টানা তিন দিনের সংঘাত ও সহিংসতায় সারা দেশে অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে হাসপাতাল ও পুলিশ সূত্রে, যার মধ্যে বৃহস্পতিবার অন্তত ২৫ জন এবং এর আগের দুই দিন মারা গেছেন সাত জন।
বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও যানবাহনে আগুন দেবার ঘটনাও ঘটেছে।
সংঘর্ষে আহত একজন কোটা সংস্কার আন্দোলনকারীকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হচ্ছে। ১৮ জুলাই ২০২৪। [রয়টার্স]ঢাকার রামপুরা এলাকায় সংঘর্ষ চলাকালে একজন পুলিশ সদস্যকে পেটাচ্ছেন কোটা সংস্কার আন্দোলকারীরা। ১৮ জুলাই ২০২৪। [রয়টার্স]
ঢাকার মালিবাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে পুলিশ। ১৮ জুলাই ২০২৪। [বেনারনিউজ]
ঢাকার রামপুরা এলাকায় আগুন ধরিয়ে রাস্তায় অবরোধ তৈরি করেছেন চাকরি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। ১৮ জুলাই ২০২৪। [বেনারনিউজ]
ঢাকার মেরুল বাড্ডা এলাকার আগুনধরা একটি ভবনের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। ১৮ জুলাই ২০২৪। [বেনারনিউজ]
ঢাকার যাত্রাবাড়ী এলাকার সংঘর্ষ চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে। ১৮ জুলাই ২০২৪। [বেনারনিউজ]
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি ছুড়ছেন একজন পুলিশ সদস্য। ১৮ জুলাই ২০২৪। [বেনারনিউজ]
ঢাকার মালিবাগ এলাকায় সংঘর্ষ চলাকালে টহল দিচ্ছে পুলিশের একটি হেলিকপ্টার। ১৮ জুলাই ২০২৪। [বেনারনিউজ]
চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুলি ছুড়ছেন হেলমেট পরা এক ব্যক্তি। ১৮ জুলাই ২০২৪। [বেনারনিউজ]