সংঘর্ষ, সহিংসতায় নিহত কয়েক ডজন
2024.07.18
ঢাকা

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও সরকারি দলের ছাত্র সংগঠনের সংঘর্ষে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে কয়েক ডজন নিহত ও কয়েকশ’ জন আহত হয়েছেন।
বিভিন্ন হাসপাতালের সূত্রে বেনারনিউজের পক্ষ থেকে একজন সাংবাদিকসহ বৃহস্পতিবার অন্তত ২০ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা গেছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ১৫ জন এবং চট্টগ্রাম, নরসিংদী ও মাদারীপুর দুইজন করে।
তবে বার্তাসংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার সারা দেশে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩২। এর আগের দুই দিনের সংঘাতে নিহত হয়েছেন সাত জন।
পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের জন্য ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে’ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা আন্দোলন পুলিশ ও সরকারি দলের সমর্থকদের বাধার মুখে পড়লে সংঘাত শুরু হয়।
সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনেও আগুন দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বেনারকে বলেন, “আমরা জেনেছি যে বিকেলের দিকে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেন। কিন্তু বিক্ষোভকারীরা রাত পর্যন্ত (রাত সাড়ে আটটা) সড়ক অবরোধ করে রাখায় আমরা জলকামানসহ ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।
এদিকে মিরপুরে মেট্রো রেলের স্টেশনে আগুন ধরিয়ে দেবার ঘটনায় সন্ধ্যার পর থেকে ঢাকায় মেট্রো রেলের চলাচলও বন্ধ হয়ে যায়।
গত দুই দিনে বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন ধরানোর অন্তত ২৫টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর মধ্যে ১৫টি ঘটনা ঘটেছে ঢাকায়।
দুষ্কৃতকারীরা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে এইসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

দুই সাংবাদিক নিহত
আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ১০০’র বেশি সাংবাদিক আহত এবং ঢাকাসহ সারা দেশে অন্তত দুজন সাংবাদিক নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস’ এর প্রতিবেদক হাসান মেহেদি (২৫) বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সংবাদ সংগ্রহকালে পুলিশের গুলিতে নিহত হন বলে বেনারকে জানান পোর্টালের সম্পাদক আরিফুর রহমান দোলন।
হাসান মেহেদির মাথায় গুলি লাগে বলেও জানান তিনি।
এছাড়া সংবাদ সংগ্রহকালে গাজীপুরে দৈনিক ভোরের আওয়াজের প্রতিবেদক শাকিল হাসান নিহত হন বলে বিবৃতিতে জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ।
ইন্টারনেট বন্ধ
সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার সকাল থেকে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে বলে ঢাকায় সাংবাদিকদের জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে যুক্তরাজ্যভিত্তিক ইন্টারনেট মনিটরিং প্রতিষ্ঠান নেটব্লকস এর তথ্যে দেখা যায় বাংলাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনকারীদের রাজপথে বিক্ষোভ ছেড়ে সংলাপে বসার আহ্বান জানালেও বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, গত রোববার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়।