অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

আহম্মদ ফয়েজ
2023.05.30
ঢাকা
অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা জার্মানির ডুসেলডর্ফে জার্মান পোস্টকোড লটারি আয়োজিত ‘স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস’ শীর্ষক এক অনুষ্ঠানের লাল গালিচায় শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ২৪ মে ২০২৩।
[রয়টার্স]

গ্রামীণ টেলিকমের কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দশ মাস অনুসন্ধান শেষে মঙ্গলবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এই মামলাটি দায়ের করেন। দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান।

তিনি বলেন, “গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূস ও এর পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।”

অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অভিযোগ পাওয়ার পর ২০২২ সালের জুলাই মাসে ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে বলে জানান তিনি।

তবে আইনি দিক বিবেচনা করে এই মামলাটি “নানা কারণেই তাৎপর্যপূর্ণ নয়” বলে বেনারকে জানান ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, “প্রথমত: জনাব ইউনূস চেয়ারম্যান পদে থেকে কোনো আর্থিক লাভ নেন না। দ্বিতীয়ত: এই মামলায় যেসব শ্রমিকদের সঙ্গে বিরোধ তা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। তৃতীয়ত: নিষ্পত্তির প্রক্রিয়ায় কোনো ভুল হলেও তা সংশ্লিষ্ট আইনজীবী ও শ্রমিকের ভুল। এখানে জনাব ইউনূস কোনোভাবেই পক্ষ হতে পারেন না।”

মামলার অভিযোগে দুদক বলছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের সঙ্গে জড়িত।

মামলায় ইউনূসের সাথে অভিযুক্ত অন্যরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পাঁচ পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।

বয়স ৬৫ বছর পার হওয়ার প্রেক্ষাপটে ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে ইউনূসকে অপসারণ করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন বাতিলে বিশ্ব ব্যাংককে প্রভাবিত করার অভিযোগে ইউনূসের কড়া সমালোচনা করে আসছেন।

গত মার্চে এক খোলা চিঠিতে হিলারি ক্লিনটনসহ ৪০ জন বৈশ্বিক নেতা ইউনূসের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকার তাঁকে “অন্যায্যভাবে আক্রমণ করছে এবং বারবার হয়রানি ও তদন্ত করছে”।

এদিকে ড. ইউনূসের উস্কানিতেই বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘অতি উৎসাহী’ হয়ে উঠেছে বলে মঙ্গলবার দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার ঢাকায় একটি অনুষ্ঠানে নওফেল বলেন, “নোবেল শান্তি পুরস্কারকে অশান্তির কাজে লাগাতে যুদ্ধবাজ আমেরিকার রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সঙ্গে গাঁট বেঁধেছেন ড. ইউনূস। তিনি তাদের তদবিরকে ভিত্তি দিচ্ছেন এবং তাদের পথ দেখাচ্ছেন।”

এক রায়ে স্থিতাবস্থা, আরেক রায় হতে পারে বুধবার

ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় কেন অবৈধ হবে না-- তা জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার মামুন বলেন, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ একই সঙ্গে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের ওই রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।

মামুন বলেন, গত ৩ এপ্রিল ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে রায় দেয় শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। পরবর্তীতে এই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ড. ইউনূস।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশিদ আলম খান বেনারকে বলেন, ১০৬ কর্মকর্তা ও কর্মচারী ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণে কর্মরত ছিলেন। এই সময়ে তাঁদের কোম্পানির লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়।

খুরশিদ আলম খান বলেন, শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের কল্যাণ ও অংশগ্রহণ তহবিল দিতে হবে গ্রামীণ কল্যাণকে।

এদিকে দানের বিপরীতে ধার্যকৃত কর দাবি করে এনবিআরের পাঠানো নোটিশ চ্যালেঞ্জ করে ড. ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলার রায় বুধবার হতে পারে বলে জানিয়েছেন ইউনূসের আইনজীবী মামুন।

তিনি বলেন, গত সপ্তাহে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেছেন।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।