সম্পাদকের চিঠি

গত দশ বছর ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংবাদ পরিবেশনের পর, নিয়ন্ত্রণবহির্ভূত পরিস্থিতির কারণে বেনারনিউজের কার্যক্রম স্থগিত হয়ে যাচ্ছে।
বেনারনিউজ যুক্তরাষ্ট্র সরকারের দেয়া তহবিলের ওপর নির্ভরশীল। সম্প্রতি এই তহবিল বন্ধ হয়ে যাবার কারণে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোতে আমাদের কার্যক্রমের সাময়িক ইতি টানতে হচ্ছে।
আমরা সবসময় নিরাপত্তা, রাজনীতি এবং মানবাধিকার সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন করেছি। বিশেষ করে যে সকল সংবাদ উপেক্ষিত কিংবা চেপে রাখা হতো, সেসব সংবাদ আমরা বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করে আসছি।
গত মাসেই আমরা বেনারনিউজের ১০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছি, যেখানে দেখানো হয়েছে কীভাবে আমাদের সংবাদকর্মীরা ঝুঁকিপূর্ণ পরিবেশে নিষ্ঠার সাথে তাঁদের কার্যক্রম চালিয়ে গেছেন।
এই অনিশ্চিত পরিস্থিতিতেও আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আমরা পাঠকদের ধন্যবাদ জানাই।
একই সাথে আমরা ধন্যবাদ জানাই ওয়াশিংটন ডিসি, এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের সাংবাদিক, কলামিস্ট এবং কার্টুনিস্টদের, যাদের শ্রমে বেনারনিউজ একটি অনন্য সংবাদমাধ্যম হিসেবে কাজ চালিয়ে গেছে।
আমাদের আশা, অচিরেই আমাদের তহবিল স্বাভাবিক হবে এবং আমরা আবারো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব।
কেইট বেডাল
ম্যানেজিং এডিটর
ইমরান ভিটাচি
ডেপুটি ম্যানেজিং এডিটর