ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিল করায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

জেসমিন পাপড়ি
2021.07.13
ঢাকা
ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিল করায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস প্রতিরোধী যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে, প্রথম দিনে ২৬ হাজার ৬৯০ জনকে মডার্নার টিকা দেওয়া হয়। জুলাই ১৩, ২০২১।
ফোকাস বাংলা

করোনাভাইরাসের সংক্রমণ আর মৃত্যুতে নতুন নতুন রেকর্ডের মধ্যেই ঈদুল আযহা উদযাপন, ঈদকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও দেশের আর্থ-সামাজিক অবস্থা স্বাভাবিক রাখতে বুধবার থেকে দেশে চলমান সব বিধিনিষেধ স্থগিত করেছে সরকার।

এই সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর ফলাফল হবে মারাত্মক।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ​(আইইডিসিআর) প্রধান পরামর্শক ড. মুশতাক হোসেন বেনারকে বলেন, “সংক্রমণের যে পরিস্থিতি তাতে বিধিনিষেধ শিথিল করার বিজ্ঞানসম্মত কারণ নেই। টানা নয় দিন বিধিনিষেধ না থাকায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা জ্যামিতিক হারে বাড়বে।”
“দেশের হাসপাতালগুলোতে এখনই জায়গা নেই, আইসিইউ ফাঁকা নেই—এ বিষয়টি উপলব্ধিতে নিয়ে সব মানুষকে সচেতন থাকার পাশাপাশি সরকারের প্রতি বিধিনিষেধ ঢালাওভাবে শিথিল না করার আহবান জানান তিনি।

এ ছাড়া যাদের সংক্রমণ ধরা পড়ছে, সঠিকভাবে কোয়ারেন্টিনে নেওয়াসহ তাদের খাদ্য, চিকিৎসার ব্যবস্থা করার প্রতিও জোর দেন ড. মুশতাক।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করার কথা জানানো হয়।
ঈদের পরদিন (২৩ জুলাই) থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, “পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।”

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে গত ১ জুলাই থেকে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়।

তবে ঈদকে কেন্দ্র করে লকডাউন তুলে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিম্ম আয়ের মানুষেরা। ঘোষণার পরপরই রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় একটি ভ্যানে পোশাক বিক্রি শুরু করেছেন মো. মোবারক (১৬) নামের একজন কিশোর।

বেনারকে তিনি বলেন, “কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে মা-বাবা আর তিন ভাইবোন রয়েছে। বাবা অসুস্থ্। সংসার আমাকেই চালাতে হয়। ঈদেই আমাদের বিক্রি বেশি হয়।”

কিন্তু গত ঈদের আগেও লক ডাউন ছিল। বিক্রি তেমন হয়নি। এবারও একই অবস্থা। গত ১৫ দিন ঘরে বসে থাকায় আমিই খেতে পারছিলাম না। বাড়িতেও টাকা পাঠাতে পারিনি।”

“করোনার ভয় থাকলেও তা ক্ষুধার চেয়ে বেশি নয়,” জানায় এই কিশোর।

আরো ২০৩ জনের মৃত্যু

গত একদিনে করোনায় ২০৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এই নিয়ে টানা তিন দিন ধরে মৃত্যু সংখ্যা দুই শতাধিক। এই নিয়ে দেশে করোনায় মারা গেছেন ১৬ হাজার ৮৪২ জন, আর শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।
তবে কিছুদিন ধরে রেকর্ড শনাক্ত ও মৃত্যুর পর গত একদিনে নতুন রোগীর সংখ্যা ও মৃত্যু কিছুটা কমেছে। গত সোমবার দেশে দেশে রেকর্ড ১৩ হাজার ৭৬৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। রোববার রেকর্ড ২৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

৩২০০ কোটি টাকার প্রণোদনা

করোনা মহামারীর কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষকে সহায়তার জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস।

তবে এই টাকার সঠিক বন্টন চান সাধারণ মানুষ। রাজধানীর পান্থপথ এলাকার রিকশাওয়ালা মো. জোবায়ের (২৬) বেনারকে বলেন, সরকার সাহায্য দেয় সেটা কেবল খবরে শুনি। কিন্তু আমরা দিন আনি দিন খেয়ে জীবন পার করলেও সেসবের কিছু পাই না।”

অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া এই রিকশাওয়ালা বলেন, “আমরা চাই এসব অর্থ সঠিকভাবে বণ্টন হোক।”

প্রধানমন্ত্রী ঘোষিত প্রথম প্যাকেজে দিনমজুর, পরিবহনশ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌ পরিবহন শ্রমিক মিলিয়ে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন। এর জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

দ্বিতীয় প্যাকেজের আওতায় আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সারা দেশের শহর এলাকায় ৮১৩টি কেন্দ্রের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটা দেওয়া হবে। এজন্য বরাদ্দ করা হয়েছে ১৫০ কোটি টাকা।

তৃতীয় প্যাকেজের আওতায় ‘৩৩৩’ নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

চতুর্থ প্যাকেজের আওতায় গ্রামীণ এলাকায় কাজ সৃষ্টিতে অর্থায়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পি কে এস এফ-এর মাধ্যমে ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা দেয়ার লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ থাকছে। এর আগে এ খাতে ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।

পঞ্চম প্যাকেজে পর্যটন খাতের হোটেল, মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মডার্নার টিকা দেওয়া শুরু

মঙ্গলবার থেকে প্রথমবারের মতো করোনাভাইরাস প্রতিরোধী যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। দেশের ১২ সিটি করপোরেশনে প্রথম দিনে ২৬ হাজার ৬৯০ জনকে মডার্নার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে করোনাভাইরাস প্রতিরোধী ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা এসেছে ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ। আর চীনের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা আসবে। গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।