ঢাকা আক্রমন,বিষাদের পর

বেনার নিউজ স্টাফ
2016.07.04
160704-BD-slideshow-1.jpg

ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি প্রদান।জুলাই ৪, ২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-2.jpg

হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসি হামলায় নিহতদের কফিন বয়ে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। জুলাই ৪,২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-3.jpg

হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসি হামলায় নিহতদের শেষকৃত্ব অনুষ্ঠানে স্বজনেরা তাঁদের রুহের মাগফেতার কামনা করছেন। জুলাই ৪, ২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-4.jpg

ঢাকার রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় তরুনি তারিশি জৈন। জুলাই ৪,২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-5.jpg

ঢাকার রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় তরুনি তারিশি জৈনের মৃৎদেহ সৎকারের জন্য বহন করে নিয়ে যাচ্ছেন তাঁর স্বজনেরা। জুলাই ৪, ২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-6.jpg

সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় তরুনি তারিশি জৈনের স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। জুলাই ৪, ২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-7.jpg

একজন ইটালিয়ান কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন,যেখানে ১ জুলাই সন্ত্রাসীদের হাতে নয়জন ইটালিয়ান নিহত হয়েছেন। জুলাই ৪, ২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-8.jpg

জাপান সরকারের পক্ষথেকে মরদেহ বহনের জন্য একটি বিশেষ বিমান ঢাকায় পৌঁছেছে। জুলাই ৪, ২০১৬। [এএফপি]

160704-BD-slideshow-9.jpg

ভারতের কলকাতায় প্রতিবেশি দেশ বাংলাদেশে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নিন্দা।

160704-BD-slideshow-10.jpg

হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসি হামলায় নিহতদের স্মরণে ঢাকায় মোমবাতি প্রজ্বলন।

সোমবার ৪ জুলাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্মারকলিপি প্রদান ও নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর তিন বাংলাদেশির  মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

অপরদিকে ১৭ বিদেশির মধ্যে সাতটি মরদেহ গতকালই জাপানের উদ্দেশে নেওয়া হয়েছে। ইতালির নয় নাগরিকের মরদেহ আজ মঙ্গলবার দুপুরের আগে দেশের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক তারিশি জৈনের মৃতদের গতকালই দিল্লিতে নেওয়া হয়।

গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে আটটার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে।

ওই ঘটনায়  ১৭ বিদেশি নাগরিক, দুই বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নৃশংস ভাবে নিহত হন।

নিহতদের  স্মরণে সরকার ঘোষিত দুই দিনের জাতীয় শোকের শেষদিনে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে।

প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, বিএনপি, ১৪ দল, জাতীয় পার্টি, ১১ দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিহতদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী নিহত অপর চারটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলেন।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।