দুর্গা পূজা: ধর্মীয় রীতি ছাপিয়ে মিলনোৎসব

পরিতোষ পাল ও পুলক ঘটক
2017.09.29
কলকাতা ও ঢাকা
পূজার আগে শাঁখারিবাজারে দূর্গা প্রতিমা তৈরি করছেন এক কারিগর।

পূজার আগে শাঁখারিবাজারে দূর্গা প্রতিমা তৈরি করছেন এক কারিগর। ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৭। নিউজরুম ফটো

লেক রোডে আর্ট কলেজের সাড়ে তিনশ ছাত্র-ছাত্রী পথ আলপনার মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করেছে।

লেক রোডে আর্ট কলেজের সাড়ে তিনশ ছাত্র-ছাত্রী পথ আলপনার মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করেছে। কলকাতা, ১ সেপ্টেম্বর ২০১৭ বেনারনিউজ

নাকতলা উদয়ন সংঘের মণ্ডপে দেবী দুর্গাকে এই রূপে আরাধনা করা হয়েছে।

নাকতলা উদয়ন সংঘের মণ্ডপে দেবী দুর্গাকে এই রূপে আরাধনা করা হয়েছে। কলকাতা, ২৮ সেপ্টেম্বর ২০১৭। বেনারনিউজ

শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিনে ঢাকেশ্বরী মন্দিরের শিবলিঙ্গে সিঁদুর পরাচ্ছেন এক ভক্ত।

শারদীয় দুর্গোৎসবের মহানবমীর দিনে ঢাকেশ্বরী মন্দিরের শিবলিঙ্গে সিঁদুর পরাচ্ছেন এক ভক্ত। ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৭। নিউজরুম ফটো

বেহালার একটি মণ্ডপে দেবী দুর্গার এই রূপ ধরা পড়েছে।

বেহালার একটি মণ্ডপে দেবী দুর্গার এই রূপ ধরা পড়েছে। কলকাতা , ২৫ সেপ্টেম্বর ২০১৭। বেনারনিউজ

দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারীরূপী দেবী দুর্গার জীবন্ত প্রতিমার কাছে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সূচনা কামনা করছেন পুণ্যার্থীরা।

দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারীরূপী দেবী দুর্গার জীবন্ত প্রতিমার কাছে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সূচনা কামনা করছেন পুণ্যার্থীরা। ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০১৭। নিউজরুম ফটো

দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপে ধরা পড়েছে অভিনবত্ব।

দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপে ধরা পড়েছে অভিনবত্ব। কলকাতা, ২৮ সেপ্টেম্বর ২০১৭। বেনারনিউজ

সুরূচি সংঘের মণ্ডপে দেবী দুর্গা এইরূপে পূজিতা হয়েছেন।

সুরূচি সংঘের মণ্ডপে দেবী দুর্গা এইরূপে পূজিতা হয়েছেন। কলকাতা, ২৫ সেপ্টেম্বর ২০১৭। বেনারনিউজ

মঙ্গলকামনায় প্রদীপ প্রজ্বলন করছে এক শিশু ভক্ত।

মঙ্গলকামনায় প্রদীপ প্রজ্বলন করছে এক শিশু ভক্ত। ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৭। নিউজরুম ফটো

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা। তবে শুধু হিন্দুরাই নন, সব ধর্মের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করছেন। কলকাতা ও ঢাকায় ধর্মীয় রীতির নিয়মতান্ত্রিকতাকে ছাপিয়ে পূজা পরিণত হয়েছে মিলনোৎসবে।

“আগে মুসলমানরা পাশে থেকে পুজো উদ্যোক্তাদের সহায়তা করতেন। কিন্তু এখন মুসলমানদের প্রত্যক্ষ অংশগ্রহণ বেড়ে চলেছে। মূর্তি তৈরিতেও হাত লাগাচ্ছেন মুসলমান শিল্পীরা,” বেনারকে বলেন কলকাতার সাহিত্যিক আবুল বাশার।

বাঙালি হিন্দুদের ধর্মীয় রীতি অনুযায়ী দেবী দুর্গাকে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির প্রতীক বলে মনে করা হয়। আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সূচনা হয় দুর্গোৎসবের।

“পুজায় আমরা সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি। সব ধর্মের সকল মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক এটাই চাই,” বৃহস্পতিবার ঢাকার রামকৃষ্ণ মিশনে পূজা দেখতে এসে বেনারকে বলেন তাপসী রানি বাগচী।

এ বছর পশ্চিমবঙ্গে ৩৩ হাজার সর্বজনীন দুর্গা পূজার আযোজন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ। আর বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের হিসাব অনুযায়ী, এবার বাংলাদেশে মণ্ডপের সংখ্যা ২৯ হাজার ৩৯৫।

“মণ্ডপ ও মূর্তি তৈরিতে এখন শিল্পসৃষ্টিই প্রধান হয়ে উঠেছে। উঠে আসছে লোকশিল্পের নানা রূপ। থিমের পাশাপাশি ঐতিহ্যের মেল বন্ধনও ঘটছে,” বেনারকে বলেন কলকাতার শিল্পী শ্যামল নন্দী।

গত বুধবার শুরু হয়ে চার দিন ধরে চলা এই উৎসবের সমাপ্তি হবে শনিবার দশমীতে দেবীর বিসর্জনের মাধ্যমে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।