নেপালঃ ভুমিকম্প বিধ্বস্ত একটি জাতির চিত্র
2015.04.28
কাঠমান্ডু থেকে ৫০ মাইল দূরে লামজুঙ্গে গত ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভুমিকম্প আঘাত হানে নেপালে। মঙ্গলবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৫৭ জনে। তথ্য নেপাল সরকারের।
মঙ্গলবার থেকে নেপালে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী সুশীল কৈরালা রয়টারকে জানিয়েছেন, উদ্ধার তৎপরতা ভুমিকম্পের কেন্দ্রে প্রত্যন্ত অঞ্চলে পৌছলে এই মৃত্যুর সংখ্যা ১০ হাজার পর্যন্ত দাঁড়াবে।
ভারত এবং বাংলাদেশেও ভুমিকম্পের আঘাত বেশকিছু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং হাজারের ওপরে আহত হয়েছে।
গত ৮১ বছরের মধ্যে এই প্রাকৃতিক দূর্যোগ ভয়াবহ মাত্রায় নেমে আসে, এতে নেপালের অনেক সাংস্কৃতিক স্থাপত্য ভেঙ্গে পড়ে, তারমধ্যে ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত দারবার স্কোয়ারও রয়েছে।