রোহিঙ্গাদের জন্য পোপের প্রার্থনা

বেনার নিউজ স্টাফ
2017.12.01
ওয়াশিংটন ডিসি
পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছেন রোহিঙ্গা শরণার্থীদের একটি দল।

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছেন রোহিঙ্গা শরণার্থীদের একটি দল। ১ ডিসেম্বর ২০১৭। রয়টার্স

আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ডলিক সমাবেশে যোগ দিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশায় চড়ে এলেন পোপ।

আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ডলিক সমাবেশে যোগ দিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশায় চড়ে এলেন পোপ। ০১ ডিসেম্বর ২০১৭। এপি

ঢাকার সেন্ট মেরিজ ক্যাথিড্রালে আন্তঃধর্মীয় সমাবেশে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে পোপের সাক্ষাৎ।

ঢাকার সেন্ট মেরিজ ক্যাথিড্রালে আন্তঃধর্মীয় সমাবেশে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে পোপের সাক্ষাৎ। ০১ ডিসেম্বর ২০১৭। রয়টার্স

একজন রোহিঙ্গা শরণার্থীর সাথে কথা বলছেন পোপ ফ্রান্সিস।

একজন রোহিঙ্গা শরণার্থীর সাথে কথা বলছেন পোপ ফ্রান্সিস। ০১ ডিসেম্বর ২০১৭। এএফপি

সেন্ট মেরিজ ক্যাথিড্রালে আন্তঃধর্মীয় সমাবেশে পোপ ফ্রান্সিসের সাথে প্রার্থনারত রোহিঙ্গা শরণার্থীরা।

সেন্ট মেরিজ ক্যাথিড্রালে আন্তঃধর্মীয় সমাবেশে পোপ ফ্রান্সিসের সাথে প্রার্থনারত রোহিঙ্গা শরণার্থীরা। ০১ ডিসেম্বর ২০১৭। রয়টার্স

আন্তঃধর্মীয় শান্তি সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন পোপ ফ্রান্সিস।

আন্তঃধর্মীয় শান্তি সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন পোপ ফ্রান্সিস। ০১ ডিসেম্বর ২০১৭। এপি

আন্তঃধর্মীয় শান্তি সমাবেশে পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে প্রার্থনা পরিচালনা করছেন একজন রোহিঙ্গা শরণার্থী।

আন্তঃধর্মীয় শান্তি সমাবেশে পোপ ফ্রান্সিসের উপস্থিতিতে প্রার্থনা পরিচালনা করছেন একজন রোহিঙ্গা শরণার্থী। ০১ ডিসেম্বর ২০১৭। এপি

আন্তঃধর্মীয় সমাবেশ শেষে বিদায় নেবার প্রাক্কালে পোপ ফ্রান্সিস।

আন্তঃধর্মীয় সমাবেশ শেষে বিদায় নেবার প্রাক্কালে পোপ ফ্রান্সিস। ০১ ডিসেম্বর ২০১৭। এপি

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শুক্রবার কাকরাইলে সেইন্ট মেরিজ ক্যাথেড্রালে আন্তঃধর্ম সম্মিলনী ও মাণ্ডলিক সভা চলাকালে পোপ এ কথা বলেন।

এ সময় পোপ ফ্রান্সিস তিনটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের দুঃখ ও দুর্দশার কথা শোনেন।

পোপ বলেন, “আমরা আপনাদের যন্ত্রণা ও কষ্ট বুঝতে পারছি। পৃথিবীর সব প্রান্তেই মানুষ কষ্ট পাচ্ছে, সেখানে শান্তি স্থাপনে আমরা কাজ করছি।”

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং থেকে আসা রোহিঙ্গা শরণার্থী নুরুল্লা বেনারকে বলেন, পোপের উদ্যোগে হয়তো তাঁরা বাড়ি ফিরে যেতে পারবেন।

“একজন সম্মানিত ধর্মগুরুর সঙ্গে দেখা হওয়ার পর আমরা এখন আশাবাদী।”

পরে রোহিঙ্গাদের জন্য সেইন্ট মেরিজ ক্যাথেড্রালে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। তাঁরা যেন নির্বিঘে, শান্তিপূর্ণভাবে ও সম্মানের সঙ্গে নিজেদের বাসভূমিতে ফিরতে পারেন সে জন্য প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।