বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পবিত্র মাহে রমজান পালন
BenarNews Staff
2016.06.07
2016.06.07
রমজানের রোজা মুসলিমদের পাঁচটি অবশ্যকরনীয় কর্তব্যের একটি।অসুস্থ ও রোগাক্রান্ত ব্যক্তি ব্যতিত সকল মুসলিম উম্মার জন্য এই মাসে রোজা রাখা ফরজ।
বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাউলানা ফরিদ উদ্দিন মাসুদ বেনারকে বলেন, “রমজানের মূলশিক্ষা হচ্ছে নিজেকে সংযত রাখার অনুশীলন করা।নিজেকে সংযত রাখার এই চর্চার মাধ্যমে আমরা মানুষেরা অনেক ধরনের অনিষ্টকরন ও সমস্যা থেকে মুক্তি পেতে পারি”