ফেসবুক লাইভে জাতীয় সংসদ অধিবেশন সম্প্রচার শুরু
2017.05.31
ঢাকা

দেশে প্রথমবারের মতো ফেসবুক লাইভে প্রচারিত হলো জাতীয় সংসদের অধিবেশন। বাজেট সেশনের তৃতীয় দিন, বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ফেসবুক পেজে সকাল ১১ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর সরাসরি সম্প্রচারের মাধ্যমে ফেসবুক লাইভে অধিবেশন প্রচার শুরু হয়।
বৃহস্পতিবার সংসদে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
“ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া এখন প্রচারের অন্যতম জনপ্রিয় মাধ্যম। এগুলো অন্যান্য প্রচারমাধ্যমের মতোই। আমরা যদি রেডিও-টেলিভিশনে অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রচার করতে পারি তাহলে ফেসবুকে অসুবিধা কোথায়?,” বেনারকে বলেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
তিনি বলেন, এখন থেকে সংসদের সকল অধিবেশন ফেসবুক লাইভে প্রচারিত হবে।
ফেসবুক লাইভে সংসদ অধিবেশন প্রচারের উদ্যোগকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা।
“সোশ্যাল মিডিয়া এখন সময়ের দাবি” উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজাম উদ্দীন আহমেদ বেনারকে বলেন, “সংসদ কর্তৃপক্ষ যুগের সঙ্গে তাল মিলিয়ে সঠিক কাজ করেছে। এর মাধ্যমে সংসদকে জনগণের সঙ্গে, বিশেষ করে তরুণদেরকে, সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হলো।”
বর্তমান প্রজন্ম সংসদের কার্যক্রম দেখতে খুব বেশি আগ্রহী নয় বলে মন্তব্য করে বাংলাদেশ এনজিওস’ নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন এর প্রধান বজলুর রহমান বেনারকে বলেন, “বর্তমানে বাংলাদেশ টেলিভিশন সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। এই টেলিভিশনের দর্শক সংখ্যা খুবই কম। আশা করা যায় ফেসবুক লাইভের মাধ্যমে আরও বেশি মানুষকে সংসদীয় প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা যাবে।”
“তবে সংসদ অধিবেশন ফেসবুকে লাইভে সরাসরি সম্প্রচারের পাশাপাশি সাধারণ মানুষ যেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্ন করতে পারেন সে ব্যবস্থা রাখতে হবে। তা ছাড়া জনগণকে সম্পৃক্ত করা যাবে না,” বলেন বজলুর রহমান।
এদিকে ফেসবুক ব্যবহারকারীরা এখনই সরাসরি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তবে ভবিষ্যতে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
ফেসবুক লাইভে সংসদ অধিবেশন দেখেছেন ব্যবহারকারী নাজমুল হুদা। তিনি বেনারকে বলেন, “ফেসবুকে সম্প্রচারের মাধ্যমে আমি একজন ভোটার হিসেবে দেখতে পারব যে আমার এমপি সংসদে কী ভূমিকা পালন করছেন, কী বলছেন।”
সংসদ সচিবালয়ের আইটি বিভাগের পরিচালক খলিলুর রহমান বেনারকে বলেন, প্রথম দিনেই ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হওয়ায় সংসদের অধিবেশন সম্পর্কে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে । দুই ঘণ্টার মধ্যে প্রায় ২০,০০০ ভিউ ছিল।
আগে কেউ ইচ্ছা করলেই সংসদ অধিবেশনের ফুটেজ পেতেন না উল্লেখ করে তিনি বলেন, “ফেসবুক লাইভে প্রচারের কারণে এখন কোনো আগ্রহী ব্যক্তি ইচ্ছা করলে বাংলাদেশ পার্লামেন্ট ফেসবুক পেজে গিয়ে জাতীয় সংসদের অধিবেশন দেখতে পারবেন। ফুটেজ সেখানে রেকর্ড করা থাকবে।”
এ প্রসঙ্গে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বেনারকে বলেন, “এখন একজন এমপি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে সংসদে দেওয়া বক্তব্য অনেক সহজেই কপি করে জনসংযোগ করতে পারবেন।”