বিক্ষোভ সংঘর্ষে উত্তাল কোটা সংস্কার আন্দোলন

বেনারনিউজ
2024.07.15
ঢাকা
বিক্ষোভ সংঘর্ষে উত্তাল কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা। ১৫ জুলাই ২০২৪
[বেনারনিউজ]

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সাম্প্রতিক চীন সফর শেষে দেশে ফেরার পর রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?”

এই মন্তব্যের জের ধরে রোববার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ছাত্রাবাস থেকে বেরিয়ে আসেন এবং প্রধানমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

সোমবার দিনভর নানা রকম হুঁশিয়ারি দেয়ার পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হলেও শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ছাত্রলীগ কর্মীদের হামলায় ৫০ নারী শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫০ শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

DU PHOTO 3 .jpeg
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা। ১৫ জুলাই ২০২৪ [বেনারনিউজ]

du-clash-1.jpeg
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ও ধাওয়া পাল্টা ধাওয়া। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ১৫ জুলাই ২০২৪। [বেনারনিউজ ]
DU PHOTO (1).jpeg
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীর উপর রড ও রাম দা দিয়ে হামলার দৃশ্য। বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৫ জুলাই ২০২৪ [বেনারনিউজ]

DU CLASH (2).jpeg
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাতে বাধা দেয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ১৫ জুলাই ২০২৪। [বেনারনিউজ]

0e82a2b5-eae7-4b3d-8790-e8fbcb660c5f.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অস্ত্র হাতে একজনকে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস , ঢাকা।  ১৫ জুলাই ২০২৪। [বেনারনিউজ]।

1d5c0828-9934-42c0-a225-c9d807700690.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় আহত অবস্থায় পড়ে আছেন একজন নারী শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা। ১৫ জুলাই ২০২৪ [বেনারনিউজ]
মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।