বিক্ষোভ সংঘর্ষে উত্তাল কোটা সংস্কার আন্দোলন
2024.07.15
ঢাকা

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
সাম্প্রতিক চীন সফর শেষে দেশে ফেরার পর রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?”
এই মন্তব্যের জের ধরে রোববার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ছাত্রাবাস থেকে বেরিয়ে আসেন এবং প্রধানমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
সোমবার দিনভর নানা রকম হুঁশিয়ারি দেয়ার পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হলেও শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ছাত্রলীগ কর্মীদের হামলায় ৫০ নারী শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫০ শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।





