জঙ্গি বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2016.08.05
20160805-BD-Media620.jpg গত বছর ফেসবুক বন্ধ করে দেওয়ার ২২ দিন পর সমালোচনা ও আন্দোলনের মুখে সরকার ওই সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেয়। নভেম্বর ২৫, ২০১৫।
বেনার নিউজ

দেশের ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে গত বৃহস্পতিবার এগুলো বন্ধ করে দেওয়া হয়।

তথ্য মন্ত্রণালয় সূত্র বলছে, জঙ্গি বিরোধী অভিযান নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক খবর প্রচারের অভিযোগে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সরকার কিছু জানায়নি।

গতকাল শুক্রবার রাতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ এগুলো বন্ধে সরকারকে পরামর্শ দেয়।

এই ওয়েব পোর্টালগুলোর মধ্যে ‘শীর্ষখবর ডটকম’ ও ‘আমারদেশঅনলাইন ডটকম’ নামে দুটি জনপ্রিয় অনলাইন পত্রিকা রয়েছে। আমার দেশ পত্রিকার ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়া এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করে জেলে পাঠানোর পর অনলাইন পত্রিকা প্রকাশ করা হচ্ছিল।

এ ছাড়া শীর্ষখবর ডটকমও এর আগে একবার বন্ধ করা হয়েছিল এবং এর সম্পাদক একরামুল কবিরও গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সরকারবিরোধী অংশের মহাসচিব এম আবদুল্লাহ বলেন, “এটা মুক্ত গণমাধ্যম ও ভিন্নমতের প্রতি সরকারের চরম অসহিষ্ণু মনোভাবের বহি:প্রকাশ। দৃশ্যত: কোনো কারণ ছাড়াই এবং সংশ্লিষ্টদের সঙ্গে কোন রকম যোগাযোগ বা নোটিশ ব্যতীত আকস্মিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিআরসির হুকুমে পাঠকপ্রিয় অনলাইন পোর্টালগুলো বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি ও ঘৃণ্য পদক্ষেপ।”

নাম প্রকাশে অনিচ্ছুক একটি আইআইজি প্রতিষ্ঠানের কর্মকর্তা এ বিষয়ে বলেন, “গত বৃহস্পতিবার আমাদের কাছে বিটিআরসি থেকে বন্ধ করে দেওয়ার নির্দেশনা সংবলিত ৩৫টি ওয়েব সাইটের তালিকা পাঠানো হয়। এরপর ওয়েবলিংকগুলো বন্ধ করে দেওয়া হয়।”

বন্ধ হয়ে যাওয়া নিউজ পোর্টাল শীর্ষ খবরের সম্পাদক একরামুল হক বেনারকে বলেন, “সরকার এভাবে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কোন অভিযোগের ভিত্তিতে ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে, তা বলা বা জানানো হয়নি।”

বন্ধ করে দেওয়া ওয়েব পোর্টালগুলো হচ্ছে আমারদেশ অনলাইন,আরটিনিউজ২৪, হককথা, আমরাবিএনপি, রিয়েল-টাইমনিউজ, বিনেশন২৪, নেশননিউজবিডি, ভোরেরআলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলিটাইমস২৪, মাইনিউজবিডি, লাইভখবর, রিখান, নতুনেরডাক, সিলেটভয়েস২৪, সময়বাংলা, প্রথম-নিউজ, বাংলালেটেস্টনিউজ, বিডিমনিটর,বিডিআপডেটনিউজ২৪,নিউজডেইলি২৪বিডি,অন্যজগৎ২৪, দৈনিক আমারদেশ,আমারবাংলাদেশ-অনলাইন, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুনসকাল, শীর্ষখবর, অনবি২৪, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্সটুডে, উইকলিসোনারবাংলা ও ২৪বাংলানিউজব্লগ।

পুলিশের একটি সূত্র জানায়, গত প্রায় এক মাস ধরে ওয়েবসাইটগুলোর খবর নজরদারি করা হচ্ছিল। এতে দেখা যায়, জঙ্গি দমন অভিযান নিয়ে তারা বিতর্কিত তথ্য পরিবেশন করছে। তা ছাড়া এগুলোর মালিকের রাজনৈতিক সম্পৃক্ততাও খতিয়ে দেখা হয়েছে।

এদিকে এই ৩৫টি নিউজ পোর্টাল বন্ধের সিদ্ধান্তকে সরকারের ‘অগণতান্ত্রিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সরকারবিরোধী অংশ। এ বিষয়ে গতকাল শুক্রবার সংগঠনটির এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, এই পদক্ষেপ মুক্ত গণমাধ্যম ও ভিন্নমতের প্রতি সরকারের চরম অসহিষ্ণু মনোভাবের বহিঃপ্রকাশ।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।