বাংলাদেশের এক ছাত্র তুরস্কে নিখোঁজ, পুলিশের ধারনা আইএস–এ যোগ দিয়েছে

ঢাকা থেকে শাহরিয়ার শরীফ
2015.04.02
BD-islamist বাংলাদেশের ছাত্র আশিকুর রহমান (২১) সিরিয়াভিত্তিক উগ্রপন্থি সংগঠন আইএস (ইসলামী এস্টেট)-এ যোগ দিয়েছে বলে পুলিশ ধারনা করছে। সে তুরস্কের ইস্তাম্বুল শহরে গিয়ে নিখোঁজ হয়েছে। ইস্তাম্বুলের ছবি,১ এপ্রিল,২০১৫
এএফপি

বাংলাদেশের ছাত্র আশিকুর রহমান (২১) সিরিয়াভিত্তিক উগ্রপন্থি সংগঠন আইএস (ইসলামী এস্টেট)-এ যোগ দিয়েছে বলে পুলিশ ধারনা করছে।  সে দেশের অভিজাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) প্রকৌশল বিভাগের ছাত্র।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গত ১১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছে।

“আশিকুর রহমানের বিষয়টি আমরা শুনেছি। তিনি তুরষ্ক গিয়ে নিখোঁজ রয়েছেন,” জানান ঢাকা মহনাগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশিকুরের অন্তর্ধানের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠির বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিবি কর্মকর্তা বেনারকে জানান, তুরষ্কের ইস্তাম্বুলে একটি সেমিনারে যোগ দেওয়ার কথা বলে গত ২১ ফেব্রুয়ারি তার্কিশ এয়ারলাইনের একটি উড়োজাহাজে দেশ ছাড়েন আশিকুর।

তুরষ্কের ওই সেমিনারের কাগজ দেখিয়ে তিনি ভিসা নেন। সেই কাগজপত্র অনুযায়ী তাঁর ২৭ ফেব্রুয়ারি ফিরে আসার কথা ছিল। কিন্তু তিনি আর ফিরে আসেননি।
ওই চিঠিতে বলা হয়, পরে খোঁজ নিয়ে দেখা গেছে তাঁর উপস্থাপন করা সেমিনারের সব কাগজপত্রই ছিল ভুয়া।

পূর্বাপর অবস্থা পর্যালোচনা করে গোয়েন্দা সদস্যরা ধারণা করেছেন, আশিকুর তুরষ্ক থেকে পাশের দেশ সিরিয়ায় গিয়ে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও।

ইতমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে গোয়েন্দারা জেনেছেন, আশিকুর যে তুরস্ক গেছেন, তা পরিবারের সদস্যরা অবগত নয়।

তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে ওই ছাত্রটিকে খুঁজে পেতে তুরস্ক সরকারের সাহায্য চেয়েছে।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।