নির্মাণাধীন র্যাব সদর দপ্তরে আত্মঘাতী বোমারু নিহত
2017.03.17
ঢাকা

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণাধীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদর দপ্তরে জঙ্গি হামলায় এক আত্মঘাতী বোমারু নিহত হয়েছে। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। শুক্রবার বেলা ১টার দিকে ওই ঘটনা ঘটে।
ঘটনার পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে ‘অধিকতর নিরাপত্তা’ সতর্কতা জারি করা হয়েছে।
আত্মঘাতী বিস্ফোরণের পর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তবে এ সময় তাঁরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, বেলা একটার দিকে আশকোনায় প্রস্তাবিত র্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর টপকে এক যুবক ভেতরে প্রবেশ করেন। অপরিচিত লোক দেখে র্যাব তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে যুবক তাঁর শরীরের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
আশকোনা হাজী ক্যাম্পের পশ্চিম পাশে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের সময় মুসল্লিরা জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহত বোমারু কালো কাপড় পরিহিত ছিল। তার সঙ্গে একটি ব্যাগ ছিল।
আত্মঘাতী বোমারুর পরিচয় পাওয়া গেছে কি না এমন প্রশ্নে মুফতি মাহমুদ খান বলেন, পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
“বিস্ফোরণে ওই যুবক ঘটনাস্থলে নিহত হয়। তার শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে নিহত যুবক কোনো জঙ্গি সংগঠনের সদস্য,” মুফতি মাহমুদ খান বলেন।
আহত র্যাব সদস্য ল্যান্স কর্পোরাল মিজান এবং পুলিশ কনস্টেবল আরিফকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত রয়েছেন বলে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান নিশ্চিত করেছেন। নিহত জঙ্গির দেহ সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের ২৭ ঘণ্টার মাথায় ঢাকার আশকোনায় এই আত্মঘাতী হামলায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলার পরপরই রাজধানীর ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়।
জঙ্গি কীভাবে ঢুকল?
আশকোনায় হাজিক্যাম্প সংলগ্ন র্যাব স্থাপনার সীমানা প্রাচীরের ভেতরে ওই আত্মঘাতী বোমারু কীভাবে প্রবেশ করেছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। কেউ বলছেন ওই ব্যক্তি প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেছে। কেউ আবার বলছেন প্রধান ফটক দিয়েই সে ভেতরে ঢুকেছিল।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকাটির চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। প্রবেশপথ একটি। সেখানে র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প আছে এবং সদর দপ্তরের নির্মাণকাজ চলছে।
সেখানে কর্মরত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বেনারকে বলেছেন, “ভেতরে অপরিচিত ওই যুবককে দেখে কর্মরত কয়েকজন নির্মাণ শ্রমিক তার পরিচয় জানতে চান। একজন গেটে এসে র্যাব সদস্যদের খবর দেন। তখন র্যাব সদস্যরা কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।”
তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম বেনারকে বলেন, “অপরিচিত ওই যুবক ভেতরে ঢুকতে গেলে ফটকের কাছে র্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই যুবক ছুটে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করলে সে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই ওই আত্মঘাতী জঙ্গি নিহত হয় এবং র্যাবের দু’জন আহত হয়।”
হামলাকারীর শরীর থেকে আরও একটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে নূরে আজম জানিয়েছেন।
বীভৎসতা ও আতঙ্ক
বোমার বিকট শব্দে মসজিদের মুসল্লিসহ আশপাশের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি বেনারকে বলেন, তিনি প্রতি জুম্মায় এই মসজিদে নামাজ পড়তে যান। হামলার সময় মসজিদে খুতবা চলছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পান তিনি।
“কোথা থেকে বিকট শব্দ এল দেখার জন্য চারপাশে তাকাচ্ছি। দেখি র্যাব ক্যাম্পের ভেতর দৌড়াদৌড়ি। ভেতরে গিয়ে দেখি একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। মাংসপিণ্ড ছড়ায়ে ছিটায়ে গেছে। ছেলেটার পরনে কালো শার্ট-প্যান্ট ছিল।”
আইএস মুখপত্রে ঘটনার সংবাদ
কোন জঙ্গি সংগঠন এই হামলার ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত বলতে পারেনি বাংলাদেশ পুলিশ।
ঘটনার পর আইএস এর মুখপত্র ‘আমাক’ এই ঘটনাকে ‘ইশতিশহাদি হামলা’ বা শহীদ হওয়ার মতো হামলা হিসেবে প্রচার করলেও সরাসরি এর দায় স্বীকার করেনি।
তবে এই ঘটনার সাথে আইএস যুক্ত নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনারকে বলেন, “দেশের ভেতরের জঙ্গিরা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। যেহেতু তারা ধ্বংসের পথে তাই তারা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটাচ্ছে।”
সরকার বরাবরই আইএস এর সম্পৃক্ততা অস্বীকার করে আসছে।
আত্মঘাতী জঙ্গির পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। ন্যাশনাল ডাটাবেজের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। আশা করি কালকের মধ্যেই তার পরিচয় এবং সে কোন জঙ্গি সংগঠনের সদস্য তা জানা যাবে।”
বিমানবন্দর ও কারাগারে বাড়তি নিরাপত্তা
আশকোনায় এই ঘটনার পর দেশের সব বিমান বন্দর ও কারাগারে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বেনারকে বলেছেন, “সব কারারক্ষীকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দর্শনার্থীদের কঠোরভাবে দেহ তল্লাশি এবং কয়েদিদের জেলে নেওয়ার আগে ভালোভাবে তল্লাশি করার পরামর্শও দেওয়া হয়েছে।”
বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন বেনারকে বলেছেন, “বিমানের নিরাপত্তায় আমরা সব সময় সতর্ক। তবুও বাড়তি নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিন মাসের মাথায় আবার আশকোনায়
তিন মাস আগে এই আশকোনাতেই জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। গত বছর ২৪ ডিসেম্বর সেখানে “সূর্য ভিলা” নামে একটি তিন তলা বাড়িতে প্রায় ১৬ ঘণ্টার পুলিশি অভিযান চলে। সেখানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত দুজনের একজন হলেন জঙ্গিনেতা তানভীর কাদেরীর ১৪ বছর বয়সী ছেলে। অন্যজন পলাতক জঙ্গি নেতা রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা বলে জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।