কমনওয়েলথ সম্মেলনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ

কামরান রেজা চৌধুরী ও প্রাপ্তি রহমান
2017.10.30
ঢাকা
ঢাকার একটি হোটেলে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের মুখে আত্মঘাতী বোমা বিষ্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন তদন্তকারীরা। ঢাকার একটি হোটেলে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের মুখে আত্মঘাতী বোমা বিষ্ফোরণের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন তদন্তকারীরা। ১৫ অগাস্ট ২০১৭।
AFP

ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) আসন্ন সম্মেলন উপলক্ষে দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বেনারকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছর এই সম্মেলন ঢাকা হওয়ার কথা থাকলেও গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নিরাপত্তাজনিত কারণে তা ঢাকার পরিবর্তে লন্ডনে অনুষ্ঠিত হয়।

এদিকে গত রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক অভিযানে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বছরের হলি আর্টিজান হামলার সাথে উগ্রবাদী আইএস মতাদর্শের এই গোষ্ঠীটি জড়িত ছিল।

ঢাকায় সিপিএ এর ৬৩তম সম্মেলনটি আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ৫৫০ জন সংসদ সদস্য অংশগ্রহণ করবেন। এরই প্রক্কালে চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের জঙ্গি বিরোধী অভিযানটি পরিচালিত হলো।

“জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশেনের সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। সুতরাং আমাদেরকে বিদেশি প্রতিনিধিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে,” রোববার বেনারকে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

“সস্ত্রাস ও জঙ্গিবাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। হলি আর্টিজান বেকারিতে হামলার পর থেকে জনগণকে রক্ষা করার জন্য জঙ্গিদের বিরুদ্ধে আমরা দেশব্যাপী ব্যাপক অভিযান চালিয়েছি। আমরা ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি,” বলেন তিনি।

প্রসঙ্গত, গত বছর গুলশানের হলি আর্টিজান বেকারিতে পাঁচ সশস্ত্র জঙ্গি বিদেশিসহ বিভিন্নজনকে রাতভর জিম্মি করে হত্যাকাণ্ড চালায়। এতে ১৭জন বিদেশি নাগরিক ও পাঁচ জঙ্গিসহ মোট ২৯টি মৃত্যুর ঘটনা ঘটে।

সিপিএ এর ৬২তম সম্মেলন ২০১৬ সালে অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু হলি আর্টিজান বেকারির ওই জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে তা লন্ডনে স্থানান্তর করা হয়। পরবর্তীতে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ার ফলে ৬৩তম সম্মেলনটি এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৯ অভিযান

গুলশানের হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে ব্যাপক জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করে।

বেনারনিউজের সংগ্রহ করা পুলিশের তথ্যমতে, ওই ঘটনার পর থেকে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ২৯টি জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করে। যাতে চার শিশুসহ মোট ৮০ জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে নব্য জেএমবি, জেএমবি, আনসার আল ইসলাম ও অন্যান্য জঙ্গি সংগঠনের জীবিত নেতারা এখন কোনঠাসা অবস্থায় আছে।

২০১৫ সালে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে ধারাবাহিকভাবে মুক্ত চিন্তার লেখক ও ব্লগার হত্যার ঘটনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষ বরাবরই আনসারউল্লা বাংলা টিমকে (এবিটি) দায়ী করে আসছে। ২০১৬ সালের এপ্রিলে ঢাকায় দুজন সমকামী অধিকার কর্মী জঙ্গিদের চাপাতির আঘাতে খুন হন।

পুলিশের ধারাবাহিক জঙ্গি বিরোধী অভিযানে বাংলাদেশি বংশদ্ভূত কানাডারা নাগরিক তামিম চৌধুরীসহ এবিটি ও নব্য জেএমবির অনেক নেতাই নিহত হয়। পুলিশের ভাষ্যমতে তামিম চৌধুরী গুলশান হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম।

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস তাদের গণমাধ্যমে গুলশান হামলাকারীদের ছবি ছাপিয়ে ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে আইএস এর অস্তিত্ব বরাবরই অস্বীকার করে আসছেন।

গুলশান হামলা ও তার কিছুদিন পর ইদের জামাতে হামলার পর “জঙ্গিরা আর কোনো ধ্বংসাত্মক ঘটনা ঘটাতে সক্ষম হয়নি,” বলে বেনারের কাছে মন্তব্য করেন ডিএমপির মুখপাত্র মাসুদুর রহমান।

তিনি বলেন, “তাঁদের কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আমরা কঠোরভাবে জঙ্গিবাদের বিষয়গুলো নজরদারি করছি।”

তবে অভিযানের ফলে বাংলাদেশ থেকে জঙ্গিবাদের সমস্যা দূর হয়ে গেছে বলে মনে করেন না নিরাপত্তা বিশ্লেষকেরা।

“এর মানে এটা নয় যে ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা একটা ধ্বংসাত্মক ইসলামিক মূল্যবোধ ধারণ করে। একটা মূলবোধ ধ্বংস করা সম্ভব না। তারা আবার সংগঠিত হওয়ার জন্য গা ঢাকা দিয়ে আছে,” বেনারকে বলেন নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।

তিন জঙ্গি গ্রেপ্তার

নিরাপত্তা বাহিনীর ২৯ অভিযানের মধ্যে গত রোববারের অভিযানও অন্তর্ভুক্ত।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে রোববার নব্য জেএমবির তিন সদস্যকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গ্রেপ্তার করেছে বলে বেনারকে জানিয়েছেন র‍্যব এর মুখপাত্র মুফতি মাহমুদ খান।

তিনি জানান, র‍্যাবের কাছে তথ্য ছিল যে সেখানে দশ থেকে বারো জনের একটি দল গোপন সভায় মিলিত হচ্ছে।

“অভিযানের সময় তিনজন ধরা পড়েছে, বাকিরা পালিয়েছে। আমরা বাকিদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি,” বলেন মুফতি মাহমুদ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জেনারুল ইসলাম (২৫) ও রসুল বক্স (৫০) ও মো. ইসলাম (৭০)।

অভিযানের সময় ওই আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও জানান মুফতি মাহমুদ।

এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত গুলশান হলি আর্টিজান হামলার ‘অপারেশন কমান্ডার’ নুরুল ইসলাম মারজানের বোন খাদিজাকে গত ৯ অক্টোবর যশোরে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।