সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানালেন সৌদির দুই ইমাম

কামরান রেজা চৌধুরী
2017.04.06
ঢাকা
অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন সৌদি আরবের ইমামেরা। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন সৌদি আরবের ইমামেরা। ৬ এপ্রিল ২০১৭
নিউজরুম ফটো।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সৌদি আরবের শীর্ষস্থানীয় দুই ইমাম। তাঁরা জানিয়েছেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। অন্য ধর্মের মানুষকে হত্যা করাও সমর্থন করে না ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মাশায়েখ (ইমাম) সম্মেলনে বিশেষ অতিথির ভাষণে এমনই বক্তব্য দেন মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম ও মসজিদে নববীর ইমাম আবদুল মোহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেম।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ইমামের বক্তব্যের সূত্র ধরে বলেন, ‘‘ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম। ইসলাম কখনোই হত্যা সমর্থন করে না।”

ইমাম খুজাইম উপস্থিত ইমামদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা এখানে এসেছেন তাদের দায়িত্ব হলো দেশে শান্তি প্রতিষ্ঠা করা।”

তিনি বলেন, “নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা ইসলামে বিরাট অপরাধ। অন্যায়ভাবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে পারে না। এমনকি অন্য ধর্মের মানুষদেরও হত্যা করা ইসলাম সমর্থন করে না।”

“সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বর্তমান বিশ্বে সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়িত করা হচ্ছে। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত তারা ইসলামি মাদ্রাসার ছাত্র হতে পারে না। তারা সন্ত্রাসী মাদ্রাসার ছাত্র,” বলেন ইমাম খুজাইম।

এদিকে মসজিদে নববীর ইমাম কাশেম তার বক্তব্যে বলেন, “আমাদের ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। আমাদের ধর্মের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।”

তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের অপরকে সম্মান করতে শিখিয়েছে।”

এ প্রসঙ্গে গাজীপুরের শ্রীপুরের গুরলতপুর পুরোনো জামে মসজিদের ইমাম শহীদুল্লাহ বেনারকে বলেন, “সৌদি ইমামদের বক্তব্য বাংলাদেশের ইমামদের জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে ইসলামের ব্যাখ্যা জানতে সহায়তা করবে।”

“কাবা শরিফের ইমামেরা হজ পরিচালনা করেন। ওনারা যা বলবেন সেটা প্রতিটি মুসলমানের অক্ষরে অক্ষরে পালন করা উচিত,” বেনারকে বলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চককোচমারি জামে মসজিদের ইমাম ওমর ফারুক।

বিশ্বের যে কটি দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে পেরেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম জানিয়ে ইমাম খুজাইম সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরবি ভাষায় দেওয়া সৌদি ইমামদের বক্তব্য দোভাষীর মাধ্যমে উপস্থিত অতিথিদের শোনানো হয়। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সৌদি ইমামদের বক্তব্য অনুসরণ করে ইসলামের শান্তিপূর্ণ বাণী জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান হলেও এখানে অন্যান্য ধর্মের মানুষও বাস করেন। দেশে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে সরকার।”

তবে পবিত্র ইসলামকে কেউ হেয় করলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।