হজ ভিসা আবেদনের সময় বাড়িয়েছে সৌদি দূতাবাস

প্রাপ্তি রহমান
2017.08.18
ঢাকা
হজ ক্যাম্পে এভাবেই ফ্লাইটের অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন হজযাত্রীরা। হজ ক্যাম্পে এভাবেই ফ্লাইটের অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন হজযাত্রীরা। আগস্ট ১৪, ২০১৭।
নিউজরুম ফটো

বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা আবেদনের জন্য সৌদি দূতাবাস তিনদিন সময় বাড়িয়েছে বলে দাবি করেছে ধর্ম মন্ত্রণালয়, যদিও শুক্রবার পর্যন্ত এ বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

“সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। এ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা বা চিঠিপত্রের দরকার নেই, কাজ হওয়াটাই বড় কথা। রোববার পর্যন্ত সময় পাওয়া গেছে। আমরা শনিবারের মধ্যেই কাজ শেষ করতে চাচ্ছি,” বেনারকে বলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।

সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা নিতে পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। বাকি হজযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট জমা নিতে তিন দিন ও ৫ শতাংশ হজযাত্রী প্রতিস্থাপনের (রিপ্লেসমেন্ট) জন্য দুই দিন সময় চেয়ে আবেদন করে সরকার।

হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম বেনারকে বলেন, “ধর্ম মন্ত্রণালয়ের এই সময় বাড়ানোর আবেদন আনুষ্ঠানিকভাবে সৌদি দূতাবাস অনুমোদন করেনি। তবে চিঠি না দিলেও মৌখিকভাবে রোববার পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়ার কথা বলেছে।”

হজ কার্যালয়ের হিসাবে, এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালন করতে যাওয়ার কথা। গতকাল পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ২৭৯ জন হজযাত্রী ভিসার আবেদন করেছেন। এখনো ৪ হাজার ৩৩৭ জন হজযাত্রীর ভিসা হয়নি। আর ৯১৯ জন হজযাত্রীর পাসপোর্ট হজ কার্যালয়ে জমাই পড়েনি।

এদিকে হজফ্লাইটের সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনস ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা। আগামী আট দিনে ৪৭ হাজার ৯২ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে।

এই সময়ের মধ্যে এত সংখ্যক হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে চ্যালেঞ্জ হবে মনে করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি বলছে, ফ্লাইট বাতিল ও পেছানোর জন্য এই পরিমাণ হজযাত্রী পরিবহনে নিয়ে আশঙ্কা আছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন বেনারকে বলেন, বিমানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, হজফ্লাইট রিশিডিউল হচ্ছে। হজযাত্রী পরিবহনে আর সমস্যা হবে না।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। গতকাল সৌদির চারটি ও বিমানের চারটি হজফ্লাইটে ৩ হাজার ৩০৭ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তবে গতকালও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল ও একটি ফ্লাইট পেছানো হয়েছে। এ নিয়ে গত ২১ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ৩১টি হজ ফ্লাইট বাতিল ও পেছানো হলো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বেনারকে বলেন, “হজ নিয়ে এই অবস্থা সৃষ্টির সঙ্গে জড়িতদের কেউই রেহাই পাবে না। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দায়দায়িত্ব নির্ধারণ করবে।”

মন্তব্য করুন

নীচের ফর্মে আপনার মন্তব্য যোগ করে টেক্সট লিখুন। একজন মডারেটর মন্তব্য সমূহ এপ্রুভ করে থাকেন এবং সঠিক সংবাদর নীতিমালা অনুসারে এডিট করে থাকেন। সঙ্গে সঙ্গে মন্তব্য প্রকাশ হয় না, প্রকাশিত কোনো মতামতের জন্য সঠিক সংবাদ দায়ী নয়। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং বিষয় বস্তুর প্রতি আবদ্ধ থাকুন।